বর্তমান সময়ের ছেলেমেয়েরা অনেকেই ছাইয়ের সঙ্গে পরিচিত না হলেও যাদের জন্ম ২০০০ সালের আগে তাঁরা মোটামুটি ছাই চেনেন। কয়েক বছর আগেও রান্নাঘরে মিলত ছাইয়ের দেখা, এখন অবশ্য বেশিরভাগ রান্নাঘরেই রয়েছে গ্যাস, ফলে ছাই মেলে না। একসময় এই ছাই ফেলে দেওয়া হত, গ্রামাঞ্চলে অনেকে এই ছাই বাসন পরিষ্কার করতে ব্যবহারও করত। কিন্তু এখন ডিজিটাল যুগ। ছাই-ও ডিজিটালের রং-এ নিজের নাম বদলে ফেলেছে। ‘ডিশ ওয়াশিং উড অ্যাশ’ নামে ই-কমার্শিয়াল সাইটগুলিতে আকর্ষণীয় প্যাকিংয়ে বিক্রি হচ্ছে ছাই।
এখন, এই ছাই বাজারজাত করা হচ্ছে ‘ডিশ ওয়াশিং উড অ্যাশ’ নামে। আসুন দেখে নেওয়া যাক এই ছাইয়ের দাম। ২৫০ গাম ‘ডিশ ওয়াশিং উড অ্যাশ’ এর দাম রাখা হয়েছে ৩৯৯ টাকা। কিন্তু এতে রয়েছে ছাড়। ফলে এটা মিলছে ১৬০ টাকায়। অর্থাৎ ছাড় যদি থাকেও, তবে এক কেজি ছাইয়ের দাম হিসেবে ক্রেতাকে দিতে হবে ৬৪০ টাকা।
ই-কমার্স ওয়েবসাইটে এই ছাইকে বাসন ধোয়ার জন্য অত্যন্ত কার্যকর বলা হয়েছে। এমনকি গাছের জন্য ভালো সার হিসেবেও এই ছাইকে বর্ণনা করা হয়েছে। দক্ষিণের রাজ্য তামিলনাডুর বেশ কয়েকটি সংস্থা এমন ধরনের প্রোডাক্ট বাজারজাত করতে শুরু করেছে। তবে তা আপাতত অনলাইনে মিলছে।
আরও খবর পড়ুন – ৭২ লাখ থেকে শুরু নিলাম, ৫১০ কোটি টাকায় বিকোল মদের দোকান
বিজ্ঞানীরাও বলছেন, ছাই বাসন পরিষ্কার করতে যথেষ্ট ভালো কার্যকর। কারণ এতে কার্বন রয়েছে। ছাইয়ের ব্যবহারে বাসনের তেল আর ময়লা পরিষ্কার হয়। বাসনকে বেশি চমকাতে ছাইয়ের কোনও ভূমিকা নেই। অন্যদিকে এতে কোনও কেমিক্যাল না থাকার দরুণ এটা নিরাপদও । ছাইতে পটাশিয়াম থাকে তাই এই জিনিস চাষের জমিতে সার হিসেবেও ব্যবহার করতে পারেন।
আপনি যদি এখনই এই ছাই নীচের ছবিতে ক্লিক করে অর্ডার করেন তাহলে এটাতে আপনি ছাড় পাবেন ২৩৯ টাকা। দিতে হবে মাত্র ১৬০ টাকা। মিলছে ফ্রি ডেলিভারিও।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.