মোদীর ব্রিগেডে বড় চমক, ফের অধিকারী পরিবারে ফুল বদল, কে যোগ দেবেন বিজেপিতে,চড়ছে পারদ

চমকের পর চমক। মোদীর ব্রিগেড ঘিরে বাড়ছে উত্তেজনা। সূত্রের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে যোগ দিতে পারেন দিব্যেন্দু অধিকারী। যদিও দিব্যেন্দু নিজে এই নিয়ে কোনও কথা বলেননি। কোনও রকম প্রতিক্রিয়া দেননি। তবে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। শুভেন্দু, সৌমেন্দুর পর এবার অধিকারী পরিবারের আরেক সদস্য বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে জল্পনা শুরু হয়েছে।

More DIBYENDU ADHIKARI News