শুভেন্দুর হয়ে প্রয়োজনে প্রচারে যাবেন শিশির! নন্দীগ্রাম-দ্বৈরথে জল্পনা তুঙ্গে

নন্দীগ্রামে মমতার সঙ্গে দ্বৈরথে শুভেন্দুই জিতবেন বলে সাফ জানিয়েছেন শিশির অধিকারী। দরকার হলে তিনি নন্দীগ্রামে ছেলের হয়ে প্রচারে নামবেন বলেও জানিয়েছেন জেলা তৃণমূলের চেয়ারম্যান শিশির অধিকারী। শুভেন্দু অধিকারীর নাম নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হয়ে ঘোষণার পর শান্তিকুঞ্জ থেকে এই বার্তা দিয়েছেন তিনি।

শুভেন্দু নন্দীগ্রামে বিপুল ভোটে জিতবে

তাৎপর্যপূর্ণ বার্তায় তিনি বলেন, শুভেন্দু নন্দীগ্রামে বিপুল ভোটে জিতবে। আমার প্রচারে নামার কোনও দরকার পড়বে বলে মনে হচ্ছে না। কিন্তু যদি কোনও দরকার হয় তা হলে প্রচারে নামতে তিনি দুবার ভাববেন না। স্বভাবতই প্রশ্ন উঠেছে, একজন তৃণমূল সাংসদ এবং জেলা তৃণমূলের চেয়ারম্যান হয়ে কী করে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নামবেন তিনি।

মমতা নন্দীগ্রামে লড়তে এসে মস্তবড় ভুল করেছেন

শিশির বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে লড়তে এসে মস্তবড় ভুল করেছেন। ভোটের ফল ওঁর পক্ষে যাবে না। শুভেন্দু জিতবে বিপুল ভোটে। আমার এখন প্রচারে বেরোতে কোনও বাধা নেই। শুভেন্দু যদি মনে করে তাঁর বাবার সাহায্য দরকার, তা হলে তিনি কোনও দ্বিধা করবেন না।

তৃণমূলের সঙ্গে প্রতিদিনই দূরত্ব বাড়ছে

শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর ছোট ভাই সৌমেন্দুও বিজেপিতে যোগ দিয়েছেন। বাবা শিশির অধিকারী এবং সেজ ছেলে দিব্যেন্দু এখনও তৃণমূলে রয়ে গিয়েছেন। কিন্তু তৃণমূল তাঁদের কোনও কাজে ব্যবহার করছে না। ফলে তৃণমূলের সঙ্গে প্রতিদিনই দূরত্ব বাড়ছে তাঁদের সঙ্গে।

শিশির ও দিব্যেন্দু কি বিজেপির পথে

শিশির ও দিব্যেন্দু কি বিজেপিতে যোগ দিতে পারেন? সেই জল্পনা উড়িয়ে দিয়ে শিশির অধিকারী জানান, এমন কোনও সম্ভাবনা নেই। আমি এখনও তৃণমূলেই আছি। যে ভাষায় মাইক বেঁধে আমার পরিবারকে অপমান করা হয়েছে তা আমার খারাপ লেগেছে। আমি কিন্তু উল্টে কোনও কটূবাক্য বলিনি, বলতে চাইনি।

More SUVENDU ADHIKARI News