রায়পুর: পুরনো চাল ভাতে বাড়ে৷ এই প্রবাদবাক্য এবার যেন ক্রিকেটেও সত্যি হতে চলেছে৷ মাত্র ২০ বলে হাফ-সেঞ্চুরি করে বীরু প্রমাণ করে দিলেন তিনিও অবলীলায় টি-২০ ক্রিকেটে রাজ করতে পারেন৷ ব্যাটে ঝড় তুললেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরও৷

সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সেহওয়াগের ঝোড়ো ব্যাটিংয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে বড় ব্যবধানে জয় পেল ইন্ডিয়া লেজেন্ডস৷ প্রথম ম্যাচে বাংলাদেশ লেজেন্ডসকে ১০ উইকেটে হারিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে দারুণ শুরু করলেন সচিন-সেহওয়াগরা৷ জয়ের জন্য ইন্ডিয়া লেজেন্ডসের দরকার ছিল ২০ ওভারে ১১০ রান। টার্গেট বড় না-হলেও সচিন-সেহওয়াগ জুটিকে থামান যে মুশকিল, সেটা হাড়ে হাড়ে টেল পেল বাংলাদেশ লেজেন্ডস। দুই কিংবদন্তি ওপেনিং জুটিকে ভাঙতেই পারল না তারা৷ মাত্র ১০.১ ওভারে দলকে জয় এনেদেন ইন্ডিয়া লেজেন্ডসের দুই ওপেনার সচিন-বীর৷

রায়পুরে ২০২১ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম ম্যাচে দারুণ শুরু করে ইন্ডিয়া লেজেন্ডস৷ প্রথমে বোলিং করে বাংলাদেশ লেজেন্ডস৷ সচিন তুলনায় কম আগ্রাসী ছিলেন। তবে সেহওয়াগ ধরা দেন পুরনো মেজাজেই। মহম্মদ রফিকের প্রথম ওভারেই ৩টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১৯ রান তোলেন বীরু। ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ২০ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন প্রাক্তন ভারতীয় ওপেনার। শেষ পর্যন্ত ব্যক্তিগত ৮০ রানে অপরাজিত থাকে সেহওয়াগ। ৩৫ বলের ইনিংসে ১০টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারি হাঁকান তিনি।বিশাল ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে সেহওয়াগ। বীরুর সঙ্গে পাল্লা দিয়ে ২৬ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন সচিন। ৫টি বাউন্ডারি মারেন লিটল মাস্টার।

রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ১০৯ রান তুলেছিল বাংলাদেশ লেজেন্ডস। শুরুটা মন্দ না-হলেও করলেও নিয়মিত উইকেট হারিয়ে বড় রান তুলতে পারেনি তারা। ওপেনিং জুটিতে ৮ ওভারে ৫৯ রান তুলেছিল বাংলাদেশ লেজেন্ডস। যুবরাজের বলে বোল্ড হয় ডাগ-আউটে ফেরার আগে নাজিমুদ্দিন ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৩ বলে দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন। দারুণ বোলিং করেন ইন্ডিয়া লেজেন্ডস৷ প্রজ্ঞান ওঝা, যুবরাজ সিং ও বিনয় কুমার ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট পান মনপীত গোনি ও ইউসুফ পাঠান।

ছ’টি দেশের কিংবদন্তিদের নিয়ে হচ্ছে এই লিগ৷ ভারত ছাড়াও খেলছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা৷ প্রাক্তন তারকা ক্রিকেটাদের নিয়ে হচ্ছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ৷ কোভিডের কারণে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।