স্টিভকে টপকেও আশ্চর্য নির্লিপ্ত বিরাট টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে মুখ খুললেন

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের সিরিজের প্রথম টেস্ট হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেখান থেকেই ঘুরে দাঁড়ায় ভারত। সিরিজের বাকি তিনটি ম্যাচ জিতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছেন মেন ইন ব্লু। অন্যদিকে অধিনায়ক হিসেবে অনন্য নজির গড়েও আশ্চর্য নির্লিপ্ত রয়েছেন বিরাট কোহলি। এই জয় এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ঠিক কী বলেছেন ভারত অধিনায়ক, তা জেনে নেওয়া যাক।

দলগত পারফরম্যান্সে জয়

বিরাট কোহলির কথায়, দলগত পারফরম্যান্সের জেরে ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজ জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করা ভারতীয় স্পিনারদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। পাশাপাশি ঋষভ পন্থ, রোহিত শর্মা এবং ওয়াশিংটন সুন্দরের নাম আলাদা করে উল্লেখ করেছেন বিরাট।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ে বিরাট কোহলিকে বেশ চনমনে মনে হয়েছে। সেই সঙ্গে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাটা টিম ইন্ডিয়ার কাছে বেশ স্বস্তিদায়ক বলে দাবি করেছেন ভারত অধিনায়ক। সঙ্গে এও বলেছেন যে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনো তাদের প্রাথমিক লক্ষ্য ছিল না।

অধিনায়ক হিসেবে ঘরের মাঠে সবচেয়ে বেশি টেস্ট জয়

অধিনায়ক হিসেবে ঘরের মাঠে সবচেয়ে বেশি টেস্ট জয়ের নিরিখে কিংবদন্তি স্টিভ ওয়া-কে টপকে গেলেন বিরাট কোহলি। ঘরের মাঠে মোট ২৩টি টেস্ট জিতলেন অধিনায়ক বিরাট। অস্ট্রেলিয় কিংবদন্তি স্টিভ ঘরের মাঠে অধিনায়ক হিসেবে ২২টি টেস্ট জিতেছেন। তালিকার শীর্ষে থাকা গ্রেম স্মিথ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে ঘরের মাঠে ৩০টি টেস্ট জিতেছেন।

পন্টিং-ভিভের সমান বিরাট

ঘরের মাঠে টানা টেস্ট জয়ের নিরিখে রথী-মহারথীদের টপকে গেলেন। এই পরিসংখ্যান কিংবদন্তি রিকি পন্টিং ও স্যার ভিভ রিচার্ডসের সমান হলেন ভারত অধিনায়ক। সবমিলিয়ে ভারতের অধিনায়ক হিসেবে ৬০টির মধ্যে ৩৬টি ম্যাচ জয় হাসিল করেছেন বিরাট কোহলি।

More INDIA VS ENGLAND 2021 News