জলপাইগুড়ি জেলা পরিচিতি

শিবপ্রিয় দাশগুপ্ত : জলপাইগুড়ি জেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ভাগে অবস্থিত। জেলাটির পূর্বে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলা,পশ্চিমে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা, উত্তরে ভুটান রাষ্ট্র এবং দক্ষিণে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা এবং বাংলাদেশ-এর পঞ্চগড় জেলা অবস্থিত। ইতিহাস অনুযায়ী এই জেলার নাম জল্পেশ্বর থেকে এসেছে যেটা শিব ঠাকুরের আরেক নাম,কিন্তু কেউ কেউ বলে এই স্থানে আগে নাকি জলপাই এর গাছ প্রচুর মাত্রায় ছিল,যার জন্য এই জায়গার নাম জলপাইগুড়ি। পূর্বে এই স্থানটি কোচ-রাজবংশীদের এক ভাগ ছিল যাহার নাম ছিল কামতাপুর। ১৮৬৯ সালে এই জেলাটির স্থাপন করা হয়।

জলপাইগুড়ি জেলায় মোট ১২টি বিধানসভা কেন্দ্র রয়েছে। আমরা প্রথম পর্বে কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট, ধূপগুড়ি বিধানসভা নিয়ে আলোচনা করব।

কুমারগ্রাম বিধানসভা কেন্দ্র :

কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রে ২০১৬-র বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী জেমস কুজুর আরএসপির মনোজ কুমার ওরাওঁকে পরাজিত করে নির্বাচিত হন। জেমস কুজুর পান ৭৭ হাজার ৬৬৮ ভোট। মনোজ ওরাওঁ পান ৭১হাজার ৫১৫টি ভোট। শতকরা হিসেবে ধরলে জেমস কুজুর পান ৩৭.২৬% ভোট এবং মনোজ ওরাওঁ পান ৩৪.৩০% ভোট।

কালচিনি বিধানসভা কেন্দ্র :

কালচিনি বিধানসভা কেন্দ্রে ২০১৬-র বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী উইলসন চম্প্রামারি ৬২ হাজার ০৬১টি ভোট পেয়ে বিজেপি প্রার্থীকে পরাজিত করেন। তৃণমূল প্রার্থী পান ৩৪.৯৯% ভোট। বিজেপি প্রার্থী বিশাল লামা পান ৬০ হাজার ৫৫০টি ভোট। শতকরা হিসেবে যা ৩৪.১৪%।

আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্র :

আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে ২০১৬-র বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তী কংগ্রেস প্রার্থী বিশ্বরঞ্জন সরকারকে পরাজিত করে জয়ী হন। সৌরভ চক্রবর্তী পান ৮৯,৬৯৫টি ভোট। আর কংগ্রেস প্রার্থী বিশ্বরঞ্জন সরকার পান ৭৭,৭৩৭টি ভোট। শতকরার হিসেবে তৃণমূল প্রার্থী পান ৪৪.০৮৮% ভোট । আর বিশ্বরঞ্জন সরকার পান ৩৮% ভোট।

ফালাকাটা বিধানসভা কেন্দ্র :

ফালাকাটা বিধানসভা নির্বাচনে ২০১৬ সালে তৃণমূলের অনিল অধিকারী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) -এর ক্ষিতীশ চন্দ্র রায়কে পরাজিত করেন। অনিল অধিকারী পান ৮৬ হাজার ৬৪৭টি ভোট । আর সিপিএমের ক্ষিতীশ চন্দ্র রায় পান ৬৯ হাজার ৮০৮টি ভোট। শতকরা হিসেবে তৃণমূল প্রার্থী পান ৪৩.৭৭% এবং সিপিএম প্রার্থী পান ৩৫.২৬% ভোট।

মাদারিহাট বিধানসভা কেন্দ্র :

মাদারিহাট বিধানসভা কেন্দ্রে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি-র মনোজ টিজ্ঞা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের পদম লামাকে পরাজিত করেন। মনোজ টিজ্ঞা পান ৬৬ হাজার ৯৮৯টি ভোট। আর তৃণমূলের পদম লামা পান ৪৪ হাজার ৯৫১টি ভোট । শতকরা হিসেবে বিজেপি প্রার্থী পান ৪৩.৯৮% ভোট আর তৃণমূল প্রার্থী পান ২৯.৫১% ভোট।

ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র :

ধূপগুড়ি বিধানসভা ২০১৬-র বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী মিতালি রায় ৯০ হাজার ৭৮১টি ভোট পেয়ে সিপিএম প্রার্থী মমতা রায়কে পরাজিত করেন। মমতা রায় পান ৭১ হাজার ৫১৭টি ভোট। বিজেপি তৃতীয় স্থান পায় এই বিধানসভা নির্বাচনে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।