ইংল্যান্ডকে হারিয়ে আইসিসি ক্রমতালিকায় নিউজিল্যান্ডকে টপকে গেল ভারত

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। আহমেদাবাদে ব্রিটিশদের বিরুদ্ধে পরপর দুটি টেস্টে জয়ের জেরে আইসিসি ক্রমতালিকায় অনেকটা ওপরে উঠল টিম ইন্ডিয়া। টপকে গেল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডকে। এক নজরে দেখে নেওয়া যাক সেই ক্রমতালিকা।

শীর্ষে ভারত

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দুটি টেস্ট জিতে আইসিসি ক্রমতালিকায় শীর্ষ স্থানে পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। টপকে গিয়েছে নিউজিল্যান্ডকে। ভারতের ঝুলিতে রয়েছে ১২২ রেটিং। ১১৮ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কিউয়িরা। তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার রেটিং ১১৩।

ব্যাটসম্যানদের তালিকা

আইসিসি সদ্য প্রকাশিত টেস্ট ক্রমতালিকার ব্যাটসম্যানদের বিভাগে শীর্ষ স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর রেটিং ৯১৯। ৮৯১ রেটিম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। ৮৭৮ ও ৮৫৩ রেটিং নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন ও ইংল্যান্ডের জো রুট। পঞ্চম স্থানে থাকা বিরাট কোহলির রেটিং ৮৩৬। ৭৪২ রেটিং নিয়ে তালিকার সপ্তম স্থানে রয়েছেন ভারতের রোহিত শর্মা।

বোলারদের তালিকা

আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট তালিকায় বোলারদের মধ্যে শীর্ষ স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। তাঁর রেটিং ৯০৮। ৮২৫ রেটিং নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের নেইল ওয়াগনার। তালিকার তৃতীয় স্থানে থাকা টিম ইন্ডিয়ার রবিচন্দ্রণ অশ্বিনের রেটিং ৮২৩। ৭৪৬ রেটিং নিয়ে তালিকার নবম স্থানে রয়েছেন জসপ্রীত বুমরাহ।

অল রাউন্ডারদের তালিকা

আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট তালিকায় অল রাউন্ডারদের বিভাগে শীর্ষ স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। দ্বিতীয় এবং পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে ভারতের রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রণ অশ্বিন।

More INDIA VS ENGLAND 2021 News