এই লড়াই শুধু নন্দীগ্রামেরই নয়
বিজেপি নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে। তারপর শুভেন্দু অধিকারী বলেছেন, "এই লড়াই শুধু নন্দীগ্রামেরই নয়। লড়াই দুর্নীতির বিরুদ্ধে। বাংলায় যে একটি শক্তিশালী বিরোধী ঢেউ উঠেছে, তা এবার প্রমাণ হয়ে যাবে। পশ্চিমবঙ্গ সরকার সব কিছুতেই ব্যর্থ হয়েছে। কোন শিল্প নেই। কোনও উন্নয়নমূলক কাজ নেই।
২০০ শতাংশ আত্মবিশ্বাসী শুভেন্দু
শুভেন্দু অধিকারী বলেন, বাংলার জনগণের পরিবর্তনের প্রয়োজন। পশ্চিমবঙ্গও পরিবর্তন চায়। নন্দীগ্রামও পরিবর্তন চায়। শুভেন্দু অধিকারীর কথায়, "আমি ২০০ শতাংশ আত্মবিশ্বাসী। এটি কোনও ব্যক্তিগত লড়াই নয়, এটি বিজেপির ব্যানারে সম্মিলিত লড়াই। সেই লড়াউ আমরা জিতব। বাংলার পরিবর্তন আসবেই।
তৃণমূলের ঐতিহ্যবাহী ঘাঁটি নয় নন্দীগ্রাম
শুভেন্দু অধিকারী বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিরাট ব্যবধানে জিতবে বিজেপি। নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেসের ঐতিহ্যবাহী ঘাঁটি নয়। নন্দীগ্রাম আন্দোলনের আগে এটি বামেদের একটি শক্তিশালী ঘাঁটি ছিল। নন্দীগ্রাম আন্দোলনের পর এই এলাকা তৃণমূলের দখলে এসেছিল। কিন্তু তা আবার হাতছাড়া হবে এবার।
তৃণমূলের অভিযোগের জবাবে শুভেন্দু
শুভেন্দু অধিকারী তৃণমূলের অভিযোগের জবাবে বলেন, তিনি কোনও বিশ্বাসঘাতকতা করেননি। বিজেপি কোনও ব্যক্তিকেন্দ্রিক দল নয়, এটি একটি শৃঙ্খলাবদ্ধ দল, সংগঠিত দল এবং ক্যাডার-ভিত্তিক দল। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করলে তিনি বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদে থাকতে পারেন বলে চর্চা শুরু হয়েছে, সে সম্বন্ধে শুভেন্দু অধিকারী বলেন, দলের কোনও সদস্যের পক্ষে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। যা সিদ্ধান্ত নেওয়ার দল নেবে।