শততম দিনে দিল্লির কৃষক আন্দোলন, বড়সড় প্রতিবাদ কর্মসূচির ডাক সংযুক্ত কিষাণ মোর্চার

এখনও নিজেদের সিদ্ধান্তে অনড় কেন্দ্র সরকার। এদিকে কৃষি আইন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে বলেও সাফ জানিয়েছে দিল্লির আন্দোলনরত কৃষকরা। এদিকে শনিবারই শততম দিনে পড়ল দিল্লির কৃষক আন্দোলন। নতুন তিনটি আইনের বিরুদ্ধে গত ২৬ নভেম্বর থেকে দিল্লির উপকণ্ঠে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পাঞ্জাব, হরিয়ানা সহ একাধিক রাজ্যের কৃষকরা। এদিকে সরকারের উপর চাপ বাড়াতে এর আগেও একাধিক একাধিক কর্মসূচীর ডাক দেওয়া হয়েছিল আন্দোলনরত কৃষকদের তরফে।

এবার ১০০তম দিনেও ফের বড়সড় প্রতিবাদ কর্মসূচির ডার দিলেন দিল্লির কৃষক নেতারা। এদিকে আইন প্রত্যাহারের দাবিতে এর আগেও চাক্কা জ্যামের রাস্তায় হেঁটেছিল দিল্লির আন্দোলনরত কৃষকরা। এবার এদিন খানিক সেই পথে হেঁটেই দিল্লি সীমান্ত লাগোয়া কুন্ডলি-মানসের ও পালওয়াল এক্সপ্রেসওয়েতে পাঁচ ঘণ্টা ধরে অবরোধের ডাক দিয়েছেন বলে জানা যাচ্ছে। শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে অবরোধ। সংযুক্ত কিষাণ মোর্চার তরফে একটি বিজ্ঞপ্তি জারি একথা জানানো হয়েছে বলে খবর।

অন্যদিকে আন্দোলনের শততম দিনে এসেও আরও বড়সড় আন্দোলনের প্রস্তুতি শুরুর কথা জানিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকাইত। দাবি না মানা পর্যন্ত আরও দীর্ঘায়িত আন্দোলন প্রস্তুতির কথাও বলেন তিনি। ফলসের নূন্যতম সহায়ক মূল্যের দাবিতে তাঁরা এখনও অনড় রয়েছেন। একই সঙ্গে নতুন তিনটি কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে শনিবারের রাস্তা অবরোধের ডাক দিয়ে কুন্ডলি-মানসের ও পালওয়াল এক্সপ্রেসওয়েতে সমস্ত টোল প্লাজা বন্ধেরও হুঁশিয়ারি দিয়েছে কৃষক। তারফলে জোরালো হচ্ছে তীব্র যানজটের সম্ভাবনা।

করোনায় দৈনিক মৃত্যু কমলেও বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা, চতুর্থ ওয়েভের আশঙ্কায় প্রহর গুণছে স্বাস্থ্যমন্ত্রক

More FARMERS PROTEST News