শিবপ্রিয় দাশগুপ্ত : প্রার্থী হতে না পেরে এবার দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভে উগরে দিলেন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের (Vangor) তৃণমূলের (TMC) অবিসংবাদী নেতা আরাবুল ইসলাম (Arabul Islam)। বিতর্কিত এই তৃণমূল নেতাকে নিয়ে এতকাল বিরোধীরা নানান প্রশ্ন তুলেছেন। এবার সেই বিতর্কিত আরাবুল ইসলামকেই তাঁর দল তৃণয়মূল প্রার্থী করেনি। আর এই প্রার্থী তালিকা (Candidate List) শুক্রবার যখন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের দলীয় অফিস বসে পরে শোনাচ্ছেন তখন টেলিভিশনে নিজের প্রার্থী পদ থেকে বাদ যাওয়ার খবর শুনে এক কোথায় রাগে অভিমানে কেঁদে ফেললেন আরাবুল ইসলাম। তারপর তিনি শুক্রবার বিকেল থেকেই আরাবুল ইসলাম বুঝিয়ে দেন তাঁকে প্রার্থী না করার কি পরিণতি। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত দফায় দফায় আরাবুল বিক্ষোভ, টায়ার পুড়িয়ে অবরোধ এবং তৃণমূল অফিসের সামনে কাঠ পুড়িয়ে পাওয়ার গ্রিডের সামনে বিক্ষোভে দেখান।
আরাবুল ইসলাম শনিবার সকালেও দলের কর্মীদের নিয়ে বৈঠক করেন। তবে এদিনের বৈঠক শেষ হওয়ার আগেই তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে যান।। সাংবাদিকদের প্রশ্নরের উত্তরে আরাবুল ইসলাম বলেন, “আমি যা করছি এখানকার মানুষের জন্য করছি। যা করবো এখানকার মানুষের জন্যই করবো। বহিরাগত প্রার্থীকে এখানে মেনে নেওয়া হবে না।”
প্রসঙ্গত প্রসঙ্গত আসনটি এবার পেয়েছেন রেজাউল করিম (Rejaul Karim)। যদিও এবার রেজ্জাক মোল্লার পরিবর্তে এই অসনটি পাওয়ার কথা ছিল আরাবুল ইসলামের। কিন্তু সেটা না হওয়ায় মুহূর্তে আরাবুল রেগে স্বমূর্তি ধরেন।
আরাবুল বলেন, “কোনও অবস্থাতেই বহিরাগত প্রার্থীকে আমরা মেনে নেবো না। দলের জন্য নিজের জীবন বাজি রেখে সিপিএম-এর সঙ্গে লড়াই করে তৃণমূলের জায়গা করেছিলাম ভাঙ্গরে। ভাঙড়ের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জন্য আমি কাজ করেছি। ভাঙড়ের মানুষ যা চাইবে আমি সেই ভাবেই চলবো।” তবে শনিবার বিকেল পর্যন্ত আরাবুল ইসলাম তাঁর ভাঙড়ের প্রার্থীর বিরোধিতার অবস্থান থেকে সরেননি। শেষ পর্যন্ত তিনি পদ্ম শিবিরে যান কি না সেটাই দেখার।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.