নয়াদিল্লি: ক্রিকেটের সঙ্গে বরাবরই একটা আলাদা হৃদ্যতা রয়েছে আনন্দ মাহিন্দ্রার। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর ভারতীয় দলের ৬ তরুণ ক্রিকেটারকে মাহিন্দ্রা থার উপহার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন এই বিজনেস টাইকুন। আর শনিবার ইংল্যান্ডকে ঘরের মাঠে ৩-১ ব্যবধানে দুরমুশ করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর জন্য ফের একবার ভারতীয় দলের ভূয়সী প্রশংসা করলেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান।
ভারতীয় দলের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের এই শিল্পপতি আলাদাভাবে বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেলের কথা উল্লেখ করেছেন। কেরিয়ারের অভিষেক টেস্ট সিরিজে গুজরাতি স্পিনারের পারফরম্যান্সে আনন্দ মাহিন্দ্রা এতটাই মুগ্ধ যে খানিকটা মজার ছলে অক্ষরের প্রশংসা করেছেন তিনি। বোলিং’য়ের সময় যেহেতু সানগ্লাস ব্যবহার করে থাকেন গুজরাতি স্পিনার, তাই আনন্দ মাহিন্দ্রা জানতে চেয়েছেন কোন ব্র্যান্ডের সানগ্লাস ব্যবহার করেন অক্ষর।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে এই বিজনেস টাইকুন ভারতের জয়ের পর অক্ষর প্যাটেলের সানগ্লাস পরিহিত একটি অ্যাকশন মুহূর্তের ছবি পোস্ট করে লেখেন, ‘ডান অ্যান্ড ডাস্টেড। সিরিজ আমাদের পকেটে। এবার আমি শুধু সিরিজ জয়ের স্মৃতি হিসেবে এই সানগ্লাসটা নিজের কাছে রাখতে চাই। কোন ব্র্যান্ডের সানগ্লাস এটা আর কোথায় এটা পাব আমি?’ নেটাগরিকরা আবার তাতে সাড়া দিয়ে মজার মজার সব মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘আমাকেও একটা কিনে দেবেন স্যার’।
উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচ হারতে হলেও দুরন্ত প্রত্যাবর্তনে টানা তিনটি ম্যাচ জিতে শীর্ষে থেকেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছল কোহলিব্রিগেড। আর রুটদের বিরুদ্ধে ভারতের এই টেস্ট সিরিজ জয়ে অনেক কিছু পাওনার মধ্যে থেকে সবচেয়ে বড় পাওনা বোধহয় অক্ষর প্যাটেল। টেস্ট ক্রিকেটে আবির্ভাবেই চমকে দিলেন গুজরাতি স্পিনার। প্রথম টেস্ট খেলতে না পারলেও বাকি তিন টেস্টে যেন দুঃস্বপ্নের মতো তাড়া করে ফিরলেন ইংরেজ ব্যাটসম্যানদের।
মাত্র ৩টি টেস্টে ২৭ উইকেট নিয়ে এলিট ক্লাবে উঠে এলেন গুজরাতি স্পিনার। একইসঙ্গে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে বিপক্ষের পাঁচ উইকেট তুলে নিয়ে কেরিয়ারের প্রথম তিন টেস্টেই চারবার ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন অক্ষর। উল্লেখ্য, প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২০৫ রানের জবাবে তৃতীয়দিন ৩৬৫ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। ১৬০ রানে পিছিয়ে থেকে অক্ষর-অশ্বিন জোড়া ফলায় দ্বিতীয় ইনিংসে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্রিটিশদের ব্যাটিং লাইন-আপ। ৫টি করে উইকেট ভাগ করে নিয়ে মাত্র ১৩৫ রানে ইংল্যান্ডকে অল-আউট করে দেয় টিম ইন্ডিয়া।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.