বৃহস্পতিবারের পর থেক ভয়ঙ্কর কম্পন নিউজিল্যান্ডে। আফটর শকও তীব্র হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৬.৪। সুনামি সতর্কতা জারি করা হয়েছে নিউজিল্যান্ডে। ৩০০ কিলোমিটার পর্যন্ত আছড়ে পড়তে পারে সমুদ্রের ঢেউ। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে।
গত বৃহস্পতিবার তীব্র কম্পন অনুভূত হয়েছে নিউজিল্যান্ডে। যদি কম্পন তীব্র হলেও এখনও তেমন হতাহতের খবর পাওয়া যায়নি। বাড়িঘর ভাঙার খবরও পাওয়া যায়নি। তার পর থেকে দফায় দফায় আফটার শক হয়ে চলেছে। একের পর এক কম্পনে আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
শুক্রবার সমুদ্র তীরবর্তী নিউজিল্যান্ডের কারমাডেক উপকূলে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটারস্কেলে কম্পনের তীব্রতা ছিল ৮.১। তারপরেই দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়। ১১ ফুট পর্যন্ত উঁচু হতে পারে সমুদ্রের ঢেউ সতর্ক করা হয়েছিল বাসিন্দাদের। ২০১১ সালে সুনামিতে ১৮৫ জনের মৃত্যু হয়েছিল নিউজিল্যান্ডে।