কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা, কোন কেন্দ্রে কে টিকিট পেলেন একনজরে

একুশের বিধানসভা নির্বাচনে প্রথম দু-দফার জন্য বাম-কংগ্রেস-আইএসএফের সংযুক্ত মোর্চা ৩৮ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। এবার কংগ্রেসের তরফে ঘোষণা করা হল ১৩ প্রার্থীর নাম। প্রথম দুই দফায় মোট ৬০টি কেন্দ্রে ভোট হবে। সেই নিরিখে এখনও ৯ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়নি। এর মধ্যে রয়েছে টপ অউ দ্য টপ নন্দীগ্রামও।

প্রথম দু-দফার জন্য দক্ষিণ ২৪ পরগনার দুটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। পাথরপ্রতিমায় সুখদেব বেরা, কাকদ্বীপে ইন্দ্রনীল রাউত। পূর্ব মেদিনীপুরে তিনজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ময়নার মানিক ভৌমিক, ভগবানপুরে শিউ মাইতি এবং ভগবানপুরে মানসকুমার করমহাপাত্র।

পশ্চিম মেদিনীপুরে দুজন প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। খড়গপুর সদরে সমীর রায় এবং সবংয়ে চিরঞ্জীব ভৌমিক। পুরুলিয়ায় তিনজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বলরামপুরে উত্তর বন্যোে পাধ্যায়, বাঘমুন্ডিতে নেপাল মাহাতো, পুরুলিয়ায় পার্থপ্রতিম বন্যোউতপাধ্যায়। বাঁকুড়াতেও তিন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বাঁকুড়ায় রাধারানি বন্দ্যোপাধ্যায়, বিষ্ণুপুরে দেবু চট্টোপাধ্যায় এবং কোতুলপুরে অক্ষয় সাঁতরা।

More CONGRESS News