তৃণমূলে দল ছাড়ার হিড়িক প্রার্থী ঘোষণা হতেই! মুকুলের সঙ্গে সাক্ষাতে বিধায়করাও

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই দলে বিদ্রোহের হিড়িক পড়ে গিয়েছে। অনেকে দল ছেড়ে দিয়েছেন ইতিমধ্যে, অনেকে দল ছাড়ার আগে বাজিয়ে নিচ্ছেন। তৃণমূলে বিদ্রোহ করে অনেকে আবার ওঁত পেতে থাকা মুকুল রায়ের সঙ্গে ইতিমধ্যে দেখাও করে ফেলেছেন। এই অবস্থায় তৃণমূল ছাড়ার হিড়িক না পড়ে যায় ভোটের মুখে!

West Bengal Election : তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেল , চমক দিলেন মমতা

তৃণমূলের মন্ত্রী-বিধায়কও বিদ্রোহে সামিল

মমতা বন্দ্যোপাধ্যায় এবার তারকা আর তারুণ্যে ভরা প্রার্থী করেছেন একুশের নির্বাচন লড়তে। সেই কারণে বাদ পড়েছেন অনেক প্রবীণ বিধায়কও। এমনকী মন্ত্রীও রয়েছেন সেই তালিকায়। মোট ৫ মন্ত্রী, ২৭ বিধায়ক এবার বাদ পড়েছেন তৃণমূলের তালিকা থেকে। এরপর অনেক বিধায়কও বিদ্রোহে সামিল হয়েছেন ভিন্ন ভিন্ন উপায়ে।

মুকুল রায়ের সঙ্গে দেখা করার তোড়জোড়

তৃণমূলের প্রার্থী তালিকায় স্থান না পেয়ে কেউ কাঁদছেন, কেউ নিজের অফিসেই ভাঙচুর চালাচ্ছেন। আবার কেউ প্রতিবাদে গর্জে উঠেছেন। এখানেই শেষ নয়, প্রতিবাদ জানিয়ে দলও ছেড়েছেন কেউ কেউ। আবার দল ছাড়ার আগে বিপক্ষকে বাজিয়ে নিতে কেউ আবার বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে দেখা করার তোড়জোড়ও শুরু করে দিয়েছেন।

বিদ্রোহের তালিকাটা নিছক কম নয় তৃণমূলে

তৃণমূলের বিদ্রোহের তালিকাটা নিছক কম নয়। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় স্থান না পেয়ে বিদ্রোহের তালিকার রয়েছেন সোনালি গুহ, আরাবুল ইসলাম, দীপেন্দু বিশ্বাস, মইনুদ্দিন শামস, দীনেশ বাজাজ, শম্পা দরিয়া-সহ অনেকেই। তাঁরা স্ব-স্ব ভাবে বিক্ষোভ-প্রতিবাদ জানিয়েছেন তৃণমূলের একুশের প্রার্থী তালিকা নিয়ে।

তৃণমূলে বিদ্রোহ আর বিদ্রোহীরা বিজেপিমুখী

এর মধ্যে তৃণমূলের টিকিটে বিধায়ক হওয়া বড়বাজারের দীনেশ বাজাজ দল ছাড়ার জন্য মুখিয়ে রয়েছেন। তিনি মুকুল রায়ের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে খবর। এভাবে তৃণমূলে বিদ্রোহ আর বিদ্রোহীদের বিজেপিমুখী হওয়ার প্রবণতা একুশের নির্বাচনে একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে।

তৃণমূলে বিদ্রোহ ভাঙনে পর্যবসিত না হয়

শুধু একুশের নির্বাচনেই নয়, এর আগেও দেখা গিয়েছে মুকুল রায়রা ওঁত পেতে বসে থাকেন, কখন তৃণমূল প্রার্থী ঘোষণা করবে, আর বিদ্রোহের আগুন জ্বলবে মমতার দলে। সেই বিদ্রোহের ফাটল ধরেই তৃণমূলকে ভেঙে চুরমার করে দেবে বিজেপি। এবারও পরিস্থিতি সেদিকে এগোচ্ছে। তৃণমূলে বিদ্রোহ এখন ভাঙনে পর্যবসিত হয় কি না সেটাই দখার।

More MUKUL ROY News