কৃষক আন্দোলনের আঁচ ভোটমুখী বাংলায়! মহাপঞ্চায়েতে যোগ দিতে রাজ্যে আসছেন রাকেশ টিকাইত

নয়া তিন কৃষি আইনের বিরোধিতায় আন্দোলন চালিয়ে যাওয়া কৃষকরা এ বার পাখির চোখ করতে চলেছে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনকে। কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় আরও তীব্র করতে, যে রাজ্যগুলিতে ভোট হবে সেখানে মহাপঞ্চায়েত আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন বিক্ষোভরত কৃষকরা।

১২ মার্চ শুরু হচ্ছে বাংলায় কৃষকদের মহাপঞ্চায়েত

স্বাভাবিকভাবেই সেই তালিকায় থাকছে পশ্চিমবঙ্গও। ভোটের প্রাক্কালে কৃষকদের মহাপঞ্চায়েত রাজ্যে বিজেপিকে অস্বস্তিতে ফেলতে পারে বলে মনে করছেন অনেকেই। ভোটের রাজ্যগুলিতে ধারাবাহিক মহাপঞ্চায়েতের কর্মসুচি নিয়েছেন বিক্ষোভরত কৃষকরা। পশ্চিমবঙ্গে ভোট শুরুর মাত্র ১৪ দিন আগে অর্থাত্‍‌ ১২ মার্চ শুরু হচ্ছে কৃষকদের মহাপঞ্চায়েত।

রাজ্যে আসছেন রাকেশ টিকাইত

সেই কর্মসুচিতে যোগ দিতে আসছেন সংযুক্ত কিষান মোর্চার নেতা রাকেশ টিকাইত। ১৩ মার্চ তিনি সেখানে বক্তব্য রাখবেন। এ ছাড়াও কৃষকদের বিক্ষোভকে আরও জোরদার করতে রাজ্যে আসছেন ডঃ দর্শন পাল, বলবীর সিং রাজেওয়াল-সহ অন্যান্য কৃষক নেতারা। সম্প্রতি কৃষকরা দেশবাসীর কাছে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিয়েছেন।

'বিজেপিকে শিক্ষা দিন'

সংযুক্ত কিষান মোর্চা ভোটমুখী রাজ্যগুলির জনগণকে বলেছে, 'বিজেপিকে শিক্ষা দিন'। দফায় দফায় কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও নয়া কৃষি আইন বাতিলের দাবি না-মেটায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কৃষক স্বার্থের বিষয়ে ভাবছে না বলে বারবার তোপ দাগা হচ্ছে। এই অবস্থায় ঠিক ভোটের মুখে রাজ্যে কৃষকদের মহাপঞ্চায়েত বিজেপির অস্বস্তি বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

More FARMER News