বিধানসভা নির্বাচনের আগে গ্রেফতারি নিয়ে সাময়িক স্বস্তি পেল ছত্রধর মাহাতো। তবে এনআইএ-র আদালতে অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না ছত্রধর মাহাতো। ছত্রধরকে নিজেদের হেফাজতে নিতে এনআইএ- এর করা মামালায় শুক্রবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
জঙ্গলমহলে নাশকতার অভিযোগে ছত্রধরের গ্রেফতারি চায় এনআইএ। ছত্রধরকে পুনরায় গ্রেফতারের পক্ষে সওয়াল করে অতিরিক্ত সলিসিটর জেনারেল। হাইকোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, ছত্রধর মাহাতোকে তদন্তে সহযোগিতা করতে নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। কিন্তু নিম্ন আদালতের নির্দেশ মেনে এই সংক্রান্ত মামলায় বারবার তাঁকে ডাকা সত্ত্বেও তদন্তে সহযোগিতা করছেন না ছত্রধর। তাই এই তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে নেওয়া প্রয়োজন বলে এবিষয়ে হস্তক্ষেপ আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানায় এনআইএ। তাদের দাবি, শুধু ছত্রধর মাহাতো নয় মোট ৫ জনকে নিজেদের হেফাজতে চায় এনআইএ।
তবে ছত্রধরদের আদালতে যুক্তি, তিনি অভিযুক্ত হলেও ইতিমধ্যেই ১৩ বছর বাদে তাকে জামিন দিয়েছে আদালত। তাহলে এর পরেও ছত্রধর মাহাতো সহ ৫ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে গ্রেফতারির যৌক্তিকতা কোথায়! তাই জামিনে মুক্ত ছত্রধর তাকে
গ্রেফতার করতে গেলে আগে জামিন খারিজ চেয়ে আবেদন করতে হবে এনআইএ কে।
মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী ২৪ শে মার্চ পরবর্তী শুনানি।