ভবানীপুর (bhawanipore) থেকে দাঁড়াচ্ছেন না তিনি, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee)। তৃণমূল (trinamool congress) ফের ক্ষমতায় আসলে বিধান পরিষদ তৈরি করা হবে। সেখানে বিধানসভা নির্বাচনে বাদ পড়া তৃণমূল নেতাদের স্থান দেওয়া হবে। মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ের তিনটি আসনের তালিকা আলাদা করে ঘোষণা করা হবে। তিনি বলেছেন, গ্রেটার কোচবিহারের বংশীবদন বর্মন তৃণমূলকে সমর্থন করার কথা জানিয়েছেন।
ফের 'বেসুরো' শতাব্দী রায়, স্মরণ করিয়ে দিলেন 'দায়িত্বে'র কথা
(বিস্তারিত আসছে..রিফ্রেশ করুন)