পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মেকরকরণের ভোট হচ্ছে বলে অনেকেই দাবি করছেন। এদিকে, দক্ষিণের রাজ্য কেরলেও কার্যত ধর্মীয় মেরপকরণ ভোটের ময়দানে জোরদার হচ্ছে। সেখানে একটি সিরিয়ান চার্চের তরফে এবার বিজেপির হয়ে বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, বিজেপি নেতা আর বালাশঙ্করকেই যেন চার্চের অনুগামীরা ভোট দেন।
চার্চেক তরফে দাবি, ১০০০ বছরের পুরনো চার্চকে বাঁচাতে এই বিজেপি নেতা র ভূমিকা অসামান্য। চার্চ দাবি তরেছে, এই বিজেপি নেতা বালাশঙ্কর যদি না থাকতেন তাহলে চার্চের অস্তি সংকট দেখা দিত। ধর্মীয় এই স্থান সাফ বার্তায় বলেছে, বিজেপির ওই নেতাকে যদি ভোট না দেওয়া হয় ,তাহলে অক-তজ্ঞতার পরিচয় দেওয়া হবে। যা চার্চের ক্ষেত্রে একটি খারাপ বার্তা। তাদের বক্তব্য, বাম ও কংগ্রেস যখন নিজেদের মতো করে লড়াই করছে ,তখন কেরলে অই চার্চের অস্তিত্ব রক্ষার্থে এগিয়ে আসেন ওই বিজেপি নেতা।
প্রসঙ্গত, গোটা কেরল জুড়ে মেরুকরণের রাজনীতিদেখা যাচ্ছে ২০২১ সালের ভোটে। বাম শাসিত কেরলে বিজেপি এই লাল দূর্গে হানা দিতে ক্রিস্টান ভোটকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছে। আর সেই রাস্তায় চার্চের তরফে এই নয়া বার্তা তাৎপর্যবাহী।
তৃণমূলের প্রার্থী তালিকায় এবার একঝাঁক নতুন মুখ, একুশের ভোটে চমক যাঁরা