ভারতীয় ক্রেতাদের কাছে জনপ্রিয় মোবাইল ব্র্যান্ডগুলির মধ্যে একটি হল redmi. বিগত কয়েক বছরের মধ্যে একের পর এক মডেল বাজারে লঞ্চ করে যথেষ্ট জনপ্রিয় হয়েছে এই ব্র্যান্ড। কেবল ভারতই নয়। ভারতের বাইরেও একের পর এক মডেলের ফোন তাদের তরফে লঞ্চ করা হয়েছে। তবে এবারে জানা গিয়েছে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে redmi note 10 , redmi note 10 pro্ redmi note 10 pro max ।
কিছুদিন আগেই redmi র তরফে লঞ্চ করা হয়েছিল ৯ সিরিজ। আর সেই সিরিজের বিপুল জনপ্রিয়তা দেখেই গ্রাহকদের জন্য এই নতুন সিরিজ লঞ্চ করা হয়েছে। এর ফলে মনে করা হচ্ছে গ্রাহকদের কাছে আরও জনপ্রিয় হবে এই নতুন সিরিজ। এই নতুন সিরিজে যোগ করা হয়েছে আরও নতুন ফিচার।
redmi note 10 ভারতের বাজারে পাওয়া যাবে ১১৯৯৯ টাকাতে। এই দামে পাওয়া যাবে ৪ জিবি র্যাম ৬৪ জিবি স্টোরেজের মডেল। তবে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের ক্ষেত্রে দাম হবে ১৩৯৯৯ টাকা। এই ফোন গ্রাহকদের কথা ভেবে তিনটে আলাদা মডেলে নিয়ে আসা হয়েছে।
এই সিরিজের ফোনে থাকবে ডুয়েল ন্যানো সিম । সঙ্গে থাকবে android 11 সফটওয়্যারের। তবে এর সঙ্গে যুক্ত থাকবে miui 12 এর ফিচার। এছাড়া এই ফোনে থাকবে ৬.৪৩ ইঞ্চি ডিসপ্লে। দুর্ঘটনা থেকে রক্ষার জন্য এই ফোনে থাকবে গরিলা গ্লাসের সুবিধা। তার সঙ্গে থাবে octa core qualcomm snapdragon 678 soc প্রসেসর। এই ফোনে থাকবে adreno 612 gpu এর ফিচার। সঙ্গে থাকবে quad rear camera র সুবিধা। এছাড়াও এই ফোনের সামনে থাকবে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
স্টোরেজের ক্ষেত্রে এই ফোনে থাকবে ১২৮ জিবি ufs 2.2 স্টোরেজ। এছাড়াও থাকবে মেমরি কার্ড ব্যবহারের সুবিধা। এছাড়া এই ফোনে থাকবে 5000 mah ব্যাটারির সুবিধা। সঙ্গে থাকবে 33w দ্রুত চার্জের সুবিধা। অন্যদিকে redmi note 10 pro তে থাকবে android 11 সহ miui 12 এর সুবিধা। এছাড়াও এই ফোনে থাকবে ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লের সুবিধা। এই ফোনে থাকবে qualcomm snapdragon 732g soc এর সুবিধা।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.