বাংলা সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। এ বছর বিধানসভা ভোটের হাওয়া এ রাজ্যে যথেষ্ট উত্তপ্ত। এরই মধ্যে বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইকে পশ্চিমবঙ্গে নির্বাচনে জেড ক্যাটাগরির আওতায় সিআরপিএফের নিরাপত্তা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিত্যানন্দ ইতিমধ্যেই কেন্দ্রের জেড ক্যাটাগরি সুরক্ষার তালিকায় রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সুরক্ষা পরিস্থিতি নিয়ে পর্যালোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে নিয়োজিত করা হয়েছে নিত্যানন্দ রাইকে। বুধবার রাতের দিকে এই নির্দেশ এসে পৌঁছায়। বিশ্বস্ত সূত্রের খবর, রাইকে বুলোট–প্রতিরোধকারী গাড়িও দেওয়া হবে। একমাত্র পশ্চিমবঙ্গেই রাইকে সিআরপিএফের সুরক্ষা দেওয়া হবে, তবে অন্য রাজ্যে তিনি শুধু রাজ্য সরকারের সুরক্ষা পাবেন। সরকারিভাবে জানা গিয়েছে, নিত্যানন্দ যখনই এ রাজ্যে সফরে আসবেন তখনই ৮–১০ জন জওয়ান মোতায়েন থাকবে তাঁর সুরক্ষার জন্য।
প্রাক্তন তৃণমূলের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়, যিনি জানুয়ারিতে বিজেপিতে যোগ দিয়েছেন, গত মাসে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে তাঁর জন্য এ রাজ্যে জেড ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও প্রাক্তন বাংলার মন্ত্রীর জন্য দেশজুড়ে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে পশ্চিমবঙ্গে বিজেপি নেতা জেপি নাড্ডা ও কৈলাশ বিজয়বর্গীয়র কনভয়ে হামলা হওয়ার পরই রাজীব বন্দ্যোপাধ্যায়ের জন্য সুরক্ষা ব্যবস্থা করা হয়। ওই হামলার পর বিজয়বর্গীয়র জন্য জেড ক্যাটাগরির সুরক্ষা ব্যবস্থা ও বুলেটপ্রুফ গাড়ি বরাদ্দ করে কেন্দ্র।