বেড়েছে দৈনিক ভ্যাকসিন ডোজ
বুধবার কমপক্ষে ১০ লক্ষ মানুষ করোনা ভাইরাসের বিরুদ্ধে টিকাকরণ করিয়েছে। এর আগে দৈনিক গড়ে ৫ লক্ষ ডোজের থেকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
২টি অগ্রাধিকার গ্রুপের মানুষদর টিকাকরণ
দ্বিতীয় ধাপের টিকাকরণে ষাট বছরের বেশি বয়স ও ৪৫ বছর এবং একাধিক রোগ রয়েছে এমন ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন। ইতিমধ্যেই কোউইন পোর্টালের মাধ্যমে চলছে নাম নথিভুক্তকরণের কাজ। অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ঘোষণা করেছেন যে নিজের সুবিধামত, সাতদিন ২৪ ঘণ্টাই করোনা ভ্যাকসিন নিতে পারবেন। টুইটে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন প্রক্রিয়ায় গতি আনতে সরকার এ বিষয়ে সময়ের কোনও বিধিনিষেধ রাখছে না। দেশের মানুষ ২৪ ঘণ্টাই ভ্যাকসিন নিতে পারবেন।'
ভিভিআইপিদের টিকাকরণ
দ্বিতীয় ধাপের প্রথম দিনই ভ্যাকসিন নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দিল্লিতে সস্ত্রীক টিকা নেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। বুধবার টিকা নিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
বৃদ্ধাশ্রমে টিকাকরণের ব্যবস্থা
মহারাষ্ট্রের কোভিড-১৯ টাস্ক ফোর্স বুধবার কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছে যে শয্যাশায়ী মানুষ ও বৃদ্ধাশ্রমের জন্য টিকাকরণের বন্দোবস্ত করা হোক। টাস্ক ফোর্স সুপারিশ করেছে যে বাড়িতে টিকাকরণ ও বৃদ্ধাশ্রমে সাময়িক কালের জন্য টিকাকরণ কেন্দ্র করার মতো বিকল্প ব্যবস্থাগুলির বিষয়ে যেন একটু চিন্তা ভাবনা করা হয়। এখানে উল্লেখ্য, মহারাষ্ট্রে মুম্বই সহ বেশ কিছু জেলায় করোনার প্রকোপ মারাত্মকভাবে দেখা দিয়েছে।