মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হওয়া নিয়ে জল্পনা!
সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় কালীঘাটে এসেছিলেন। কিন্তু হঠাৎ কেন তৃণমূল বিধায়ক অখিল গিরির ছেলে সুপ্রকাশ কালীঘাটে এলেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিকমহলে। এমনকি, কালীঘাটে আসলেও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন কি না, সেটা স্পষ্ট নয়। তবে প্রার্থী তাল-ইকা প্রকাশের কয়েকঘন্টা আগে তাঁর এই সফর ঘিরে শুরু হয়েছে হৈচৈ। তবে এই বিষয়ে বিধায়ল অখিল গিরি কিংবা সুপ্রকাশ কারোর কাছ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
মন্দিরে পুজো দিতে চলেছিলেন
অনেকে আবার বলছেন দিদির সঙ্গে নয়, কালীঘাট মন্দিরে পুজো দিতে এসেছিলেন সুপ্রকাশ। সেখান থেকেই চলে গিয়েছে তিনি। নেত্রীর সঙ্গে তাঁর সাক্ষাতের কোনও বিষয় ছিল না বলেই সূত্রের খবর।
মেদিনীপুরে লড়াই টানটান!
শুভেন্দু অধিকারীর দলবদলের পর থেকে একাধিকবার মুখ খুলেছেন অখিল গিরি। মুলত শুভেন্দুর বিরোধী শিবির বলে পরিচিত অখিল। এমনকি, নন্দীগ্রামে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সুপ্রকাশের কাছে হারবে অধিকারী পরিবার। যদিও এরপর নন্দীগ্রামে নিজেকেই প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। দলনেত্রীকে জেতাতে ময়দানে নেমে পড়েছে তৃণমূল ব্রিগেড। এই অবস্থায় হঠাৎ কেন কালীঘাটে সুপ্রকাশ তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে!
একই পরিবারের দুজন প্রার্থী নাও হতে পারেন
তৃণমূলের একটি সূত্রের খবর, এবার ঠিক হয়েছে যে একই পরিবারের দু'জন প্রার্থী হবে না। আর যাঁকে যে আসন দেওয়া হবে, তাঁকে সেই আসনে লড়তে হবে। সব আসনে মমতাই প্রার্থী ধরে নিয়ে ভোটের ময়দানে নামতে হবে। সেক্ষেত্রে এবার অখিল গিরি কিংবা সুপ্রকাশ গিরির একসঙ্গে টিকিট পাওয়া হচ্ছে না। পাবেন যে কোনও একজন। সেক্ষেত্রে কে হবেন প্রার্থী তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।