বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানের ব্যর্থতা ঢাকলেন তরুণ ঋষভ পন্থ ও ওয়াশিংটন সুন্দর। সঙ্গে লড়লেন অভিজ্ঞ রোহিত শর্মা। সবমিলিয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে অবস্থান করছে ভারতীয় ক্রিকেট দল। দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২৯৪ রানে দাঁড়িয়ে রয়েছে বিরাট কোহলি শিবির। ইংল্যান্ডের থেকে ৮৯ রানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।
ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তবে ভারতীয় বোলারদের বিক্রমে প্রথম দিন শেষ হওয়ার আগেই ২০৫ রানে শেষ হয়ে যায় জো রুটদের প্রথম ইনিংস। সফরকারী দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন বেন স্টোকস। ৩৬ রান করেন ডান লরেন্স। ভারতের হয়ে বল হাতে আবারও জ্বলে ওঠেন অক্ষর প্যাটেল। ম্যাচের প্রথম ইনিংসে তিনি ৪ উইকেট নেন। ৩ উইকেট নেন রবিচন্দ্রণ অশ্বিন। ২ ও ১ উইকেট নেন যথাক্রমে মহম্মদ সিরাজ ও ওয়াশিংটন সুন্দর।
জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নামা ভারতীয় দলে শুরুতেই বড়সড় ধাক্কা খায়। শূন্য রানে সাজঘরে ফিরে যান শুভমান গিল। আবারও ব্যর্থ হন চেতেশ্বর পূজারা। মাত্র ১৭ রান আসে তাঁর ব্যাট থেকে। কোনও রান না করেই সাজঘরে ফিরে যান ভারত অধিনায়ক বিরাট কোহলিও। এরপর ওপেনার রোহিত শর্মা ও সহ অধিনায়ক অজিঙ্ক রাহানের মধ্যে ৩৯ রানের পার্টনারশিপ হয়। ২৭ রান করে আউট হয়ে যান জিঙ্কস। অর্ধশতরান থেকে ১ কদম দূরে থাকা অবস্থাতেই সাজঘরে ফিরে আসতে হয় রোহিতকেও।
১৪৬ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতীয় দলকে টেনে তোলেন ঋষভ পন্থ ও ওয়াশিংটন সুন্দর। দুই ক্রিকেটারের মধ্যে ১১৩ রানের পার্টনারশিপ হয়। মাঠে চতুর্দিকে শট খেলে দুর্দান্ত শতরানের সঙ্গে ১ রান যোগ করে আউট হন ভারতীয় উইকেটরক্ষক। দিনের শেষে ৬০ রানে অপরাজিত রয়েছেন ওয়াশিংটন। ১১ রানে ব্যাট করছেন অক্ষর প্যাটেল। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন। ২টি করে উইকেট নিয়েছেন বেন স্টোকস ও জ্যাক লিচ।