দেশজুড়ে মানুষের কাছে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল চাকরি। আর তার মধ্যে এবারে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর ফলে মনে করা হচ্ছে একাধিক মানুষের কর্ম সংস্থানের সুবিধা হবে। জানা গিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ এই পদে কর্মী নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রার্থীদের দ্রুত আবেদন করতে জানানো হয়েছে। প্রার্থীদের ৩১ মার্চের মধ্যে আবেদন করতে হবে। আর fci এর মূল ওয়েবসাইট মারফত এই আবেদন করতে হবে। ৩১ মার্চের পরে আরও কোনও আবেদনই গ্রাহ্য করা হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। প্রার্থীদের বিজ্ঞপ্তি দেখতে জানানো হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিস্তারিত ভাবে সব দেওয়া রয়েছে। ফর্ম ফিল আপ এবং অনলাইনে টাকা জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মার্চ। আর তার মধ্যে গ্রাহকদের দ্রুত সব কাজ করতে হবে।
প্রার্থীদের ওয়েবসাইট মারফত নিজেদের admit card নিয়ে নিতে হবে। অনুমান করা হচ্ছে চলতি বছরের আগামী মে অথবা জুন মাসে পরীক্ষা নেওয়া হবে। assiatant general manager 30 , assiatnt general manager technical 27 , assiatnt general manager accounts 22 , assiatnt general manager law 8 medical officer 2 টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
assistant general manager পদের ক্ষেত্রে প্রার্থীদের কমপক্ষে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে। কমপক্ষে আবেদনকারী প্রার্থীদের ৫৫ শতাংশ নম্বরও রাখতে হবে। অতবা প্রার্থীদের aca /ca/icwaaicwa/acs করতে হবে। টেকনিক্যাল অফিসারের ক্ষেত্রে প্রার্থীদের agriculture নিয়ে পাশ করতে হবে। এছাড়া কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর রাখতে হবে।
assistant general ম্যানেজার পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। সংশ্লি,্ট এই পদটিতে ৩০ বছরের উপরের প্রার্থীরা বিবেচিত হবেন না বলে জানানো হয়েছে। মেডিক্যাল অফিসারের ক্ষেত্রে বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। আবেদন ফি বাবদ ১০০০ টাকা দিতে হবে। বিস্তারিত জানার জন্য বিজ্ঞপ্তি দেখতে জানানো হয়েছে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.