অরিন্দম ভট্টাচার্য
চলতি আইএসএলে এখনও পর্যন্ত ১০টি ক্লিনশিট হাসিল করেছে এটিকে মোহনবাগান। দলের সেমিফাইনালে জায়গা পাওয়ার পিছনে গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের বিরাট বড় অবদান রয়েছে বলা চলে। টুর্নামেন্টে মোট ৫০টি সেভ এসেছেন সবুজ-মেরুন গোলরক্ষকের দস্তানা থেকে। সোনালী দস্তানা জয়ের দৌড়ে এগিয়ে আছেন অরিন্দমই।
অমরিন্দর সিং
আইএসএলে এখনও পর্যন্ত গোলরক্ষকের পারফরম্যান্সের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন অমরিন্দর সিং। মুম্বই সিটি এফসি-র অধিনায়ক টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৯টি ক্লিনশিট হাসিল করেছেন। তাঁর নামের পাশে রয়েছে ৫১টি সেভ। সোনালী দস্তানা জয়ের লড়াইয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মুম্বই সিটি এফসি-র গোলরক্ষক।
টিপি রেহনেশ
চলতি আইএসএলে আটটি ক্লিনশিট হাসিল করেছেন টিপি রেহনেশ। জামশেদপুর এফসি-র গোলরক্ষকের দস্তানা থেকে ৫৪টি সেভ এসেছে। নিঃসন্দেহে তিনি টুর্নামেন্টের অন্যতম সেরা গোলরক্ষক।
বিশাল কেইথ
টুর্নামেন্টের সেরা গোলরক্ষকদের তালিকায় থাকবেন চেন্নাইইন এফসি-র বিশাল কেইথ। আইএসএলে ৬টি ক্লিনশিট হাসিল করার পাশাপাশি ৫১টি সেভ এসেছে তাঁর দস্তানা থেকে।