রাতে নামচি থেকে গ্রেফতার
লোপসাং লামার বিরুদ্ধে পকসো আইনে মামলা করেছিলেন এক মহিলা। ফলে বুধবার রাতে নামচি থেকে তাঁকে গ্রেফতার করে সিকিম পুলিশ। জানা গিয়েছে, লোপসাং লামা সিকিমের একটি বেসরকারি স্কুলের প্রধান।
তৃণমূলের সম্ভাব্য প্রার্থী ছিলেন
গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং-এর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন লোপসাং লামা। তিনি গোর্খা জনমুক্তি মোর্চার কার্যকরী সভাপতিও বটে। ইতিমধ্যেই তিনি তৃণমূলের হয়ে প্রচারে নেমেছিলেন। সূত্রের খবর অনুযায়ী, কালিম্পং থেকে তৃণমূলের প্রার্থী হওয়ার কথা ছিল তাঁর।
ভোটের রাজনীতিতে তাৎপর্যপূর্ণ ঘটনা
লোপসাং লামার গ্রেফতার ভোটের আবহে তাৎপর্যপূর্ণ ঘটনা। কেননা এবার রাজ্যের ক্ষমতা দখলে সব আসনেরই গুরুত্ব রয়েছে। গুরুত্ব রয়েছে পাহাড়ের আসনগুলিরও। কেননা গত ১০ বছরের বেশি সময় ধরে বিমল গুরুং বিজেপিকে সমর্থন করে আসছিলেন। ২০২০-র পুজোর সময় গুরুং জানান, তিনি বিজেপিকে আর সমর্থন করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পছন্দের। পুজোর পর থেকে গত কয়েকমাসে পাহাড় এবং সমতলে তিনি তৃণমূলের হয়ে প্রচারও করেছেন। ফলে প্রার্থী তালিকা ঘোষণার আগের মুহুর্তে এই গ্রেফতার রাজনৈতিকভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ
যদিও এই গ্রেফতার নিয়ে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছে গোর্খা জনমুক্তি মোর্চা। তাদের দাবি পাহাড়ের ভোটের অঙ্ক জটিল করতেই এই পদক্ষেপ করেছে গেরুয়া শিবির। যদিও তা অস্বীকার করা হয়েছে বিজেপির তরফে।