গোল পেলেন না মেসি, তবু নাটকীয়তায় ভরা জয়ে বার্সেলোনা কোপা দেল রে ফাইনালে

লা লিগা খেতাবি লড়াইয়ে ফিরে এসেছে বার্সেলোনা। এবার নাটকীয় জয়ের সুবাদে তাদের সামনে চলে এলো ট্রফি ঘরে তোলার সুবর্ণ সুযোগ। ন্যূ ক্যাম্পে সেভিয়ার বিরুদ্ধে কোপা দেল রে-র দ্বিতীয় লেগের সেমিফাইনালে অতিরিক্ত সময়ের গোল লিওনেল মেসিদের পৌঁছে দিল ফাইনালে। যদিও মেসি গোল করতে পারেননি এই ম্যাচে। তবে লা লিগায় সেভিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে এই জয় বার্সার আত্মবিশ্বাস বাড়াল অনেকটাই।

সেমিফাইনালের প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে মেসিরা দুই গোলে সেভিয়ার কাছে হেরেছিলেন। ফলে তিন গোলে এই ম্যাচে জিততেই হতো। ঘরের মাঠে সেমিফাইনালের দ্বিতীয় লেগে নির্ধারিত সময়ে ২-০ গোলে বার্সেলোনা এগিয়ে ছিল। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। যদিও তার আগে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের চার মিনিটের মাথায় বার্সার দ্বিতীয় গোলটি আসে।

ম্যাচের ১২ মিনিটে দেম্বেলের গোল বার্সাকে এগিয়ে দেয়। ৭৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরানোর সুযোগ পেলেও তা হাতছাড়া করেন ওক্যাম্পো। এই গোলটি হলেই বার্সা ছিটকে যেত ফাইনালে ওঠার দৌড় থেকে। কেন না, দ্বিতীয় গোলের মাধ্যমে গোলপার্থক্যে সমতা ফেরাতে বার্সাকে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইম অবধি। ৯২ মিনিটে সেভিয়ার ফার্নান্দো ম্যাচে দ্বিতীয় হলুদ তথা লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ার দুই মিনিটের মধ্যেই হেডে গোল করে বার্সাকে অক্সিজেন দেন পিকে। এই গোলের সুবাদেই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের পাঁচ মিনিটের মাথায় মার্টিন ব্রেথওয়েটের গোল আর শোধ করতে পারেনি সেভিয়া। ৮৯ মিনিটের মাথায় তাঁকে পেদ্রির পরিবর্ত হিসেবে নামিয়েছিলেন বার্সা কোচ। অতিরিক্ত সময়ের শেষ লগ্নে সেভিয়ার ডি জংও লাল কার্ড দেখেন।

More BARCELONA News