আইপিএলের আগে চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংসের শিবির শুরু ১১ মার্চ। প্রথম দিন থেকেই হাজির থাকবেন মহেন্দ্র সিং ধোনি। বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ চেন্নাই সুপার কিংসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ধোনির চেন্নাইয়ে পৌঁছানোর ছবি পোস্ট করা হয়েছে। সঙ্গে তাঁকে স্বাগত জানিয়ে লেখা হয়েছে, থালাই-ভা! মাস্ক পরে হাসছেন! সুপারনাইট।
ছবি- চেন্নাই সুপার কিংস টুইটার
শিবির শুরুর আগে ক্রিকেটারদের ঢুকে পড়তে হচ্ছে বায়ো বাবলে। ভারতীয় দলের যে সব ক্রিকেটার বায়ো বাবলে রয়েছেন তাঁদের সমস্যা নেই। ধোনি এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ফের বায়ো বাবলে প্রবেশ করছেন। ভারত-ইংল্যান্ড সিরিজ চলাকালীনও যাঁরা দলের সঙ্গে যোগ দিচ্ছেন তাঁদের অন্তত ৬ দিন কোয়ারান্টিনে থাকতে হচ্ছে। ধোনিকেও থাকতে হবে চেন্নাইয়ে। প্রথম দিন থেকেই যাতে তিনি চিপকে অনুশীলনে থাকতে পারেন সেই হিসেব করেই পৌঁছে গেলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। গত আইপিএলে ব্যর্থতা ঢেকে সাফল্যের সরণিতে ফিরতে ধোনি কতটা সিরিয়াস তাঁর আগেভাগে চেন্নাই পৌঁছানোতেই তা পরিষ্কার। ক্রিকেট মহলে এমন জল্পনাও চলছে যে এই আইপিএলই ক্রিকেটার হিসেবে ধোনির শেষ আইপিএল হতে পারে। ধোনির নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হতে চান বলে সম্প্রতি রবিন উথাপ্পা জানানোয় সেই জল্পনা আরও জোরালো হয়েছে। তবে ধোনি যে কী করবেন তা আগে কাউকে আঁচ পেতে দেন না। আজ চেন্নাইয়ে তিনি পা রাখলেন ভক্তদের অগোচরেই মাস্কে মুখ ঢেকে।
এদিন গুজরাত-লাগোয়া রাজস্থানের জালোর জেলায় একটি অনুষ্ঠানে যোগ দেন ধোনি। একটি বিদ্যালয় উদ্বোধনে ধোনি আসছেন শুনে কয়েক হাজার মানুষ ভিড় জমান। অনেকের মুখেই মাস্ক ছিল না। রাজস্থানের মন্ত্রী, সাংসদের উপস্থিতিতে ওই বিদ্যালয় উদ্বোধন করতে ধোনি পৌঁছাতেই তাঁর ছবি তুলতে ও অটোগ্রাফ নিতে ভিড় জমান অনুরাগীরা। ভিড় সামলাতে না পেরে পুলিশ মৃদু লাঠিচার্জ করে। এ জন্য অনুষ্ঠান সাময়িক বন্ধও রাখতে হয়। জালোর জেলার সাঞ্চোরে এই কর্মসূচি সেরে ধোনি সড়কপথে আমেদাবাদ যান। সেখান থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হন। যদিও চেন্নাইয়ে বিমানবন্দরে যে ছবি পোস্ট করা হয়েছে তাতে ভিড় লক্ষ্য করা যায়নি। অর্থাৎ সিএসকে কর্তারা মাহির চেন্নাই আগমনের খবর গোপনই রেখেছিলেন। সম্প্রতি আইপিএল অভিযানে যাওয়ার আগে রীতি মেনে দেওরি মন্দিরে পুজো দেন ধোনি। আর এদিন সিএসকে-র সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হতেই সমর্থকরা স্বাগত জানিয়েছেন। কেউ আবার বিমানবন্দরে না যেতে পারার হতাশাও জানিয়েছেন। সকলেই অপেক্ষায় মাহি দর্শনের। একজন আবার লিখেছেন হেলিকপ্টার চেন্নাইয়ে ল্যান্ড করেছে। ধোনি ছাড়াও অম্বাতি রায়ুডুও পৌঁছে গিয়েছেন চেন্নাইয়ের হোটেলে।