পছন্দের বাড়ি মনের মতো করে সাজাতে কে- না পছন্দ করে? এক কামরার ফ্লাট হোক বা নিজের বাড়ি। মন পসন্দ ঘর সাজাতে সকলেই পছন্দ করেন। সময়ের অভাবে অনেক সময় সবটা না হয়ে উঠলেও একঘেয়েমী জীবনে মানসিক অবসাদ ভুলিয়ে শান্তি দেয় নিজের ঘরই।
তবে রোজ একঘেয়ে দেওয়াল, বেডরুম বা ডাইনিংরুম দেখে কী আপনি ক্লান্ত? আর সত্যিই যদি ক্লান্ত হয়ে থাকেন তাহলে এই একঘেয়েমি ভাব কাটাতে নিজের ঘরবাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই ঘরে নিয়ে আসুন ডিজাইনার টি-লাইট ক্যান্ডেল সেট।
যে কোনও সামাজিক অনুষ্ঠান হোক অথবা জন্মদিন, বিয়ে বা ঘরোয়া পার্টি। উৎসবের মরশুমে নিজের বাড়িকে সাজিয়ে তুলতে আমরা সবাই পছন্দ করি। তবে এবার থেকে চিরাচরিত সাজগোজের ছক ভেঙ্গে বাড়িকে সাজিয়ে তুলন ডিজাইনার টি-লাইট ক্যান্ডেল দিয়ে। ডিজাইনার এই ক্যান্ডেল লাইট সেট গুলি দেখতে যেমন সুন্দর তেমন দামেও কম আছে। ফলে জীবনের কোনও বিশেষ দিনে নিজের বাড়ির বেডরুম, ড্রয়িং রুম অথবা একটুকরো ছাদকেও এই লাইট দিয়ে সাজিয়ে তুলতে পারেন। স্বল্প আলোয় আপনার বিশেষ দিনকে আরও রোম্যান্টিক করে তুলতে এক কথায় এই ক্যান্ডেল লাইট অনবদ্য। শুধু তাই নয়, ছোটো ছোটো এই টি-লাইট ক্যান্ডেল দিয়ে পাওয়া যাবে তাজা ফুলের সুবাস। যা আপনার ঘরোয়া পরিবেশকে আরও সুন্দর মোহময় করে তুলবে।
যেকোনও অনুষ্ঠান, পার্টি, জন্মদিন বা বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে দীর্ঘ সময় ব্যবহারের জন্য এই লাইট গুলি দারুণ কাজে দেবে। শুধু তাই নয় অনেকদিন সংরক্ষিত করেও রাখা যায় এগুলি। ফলে নিউ কাপলদের উপহার হিসেবেও দিতে পারেন এই ধরনের ক্যান্ডেল সেট গুলি। কারণ কোনওরকম অবশিষ্টাংশ পড়ে না থেকে দীর্ঘ সময় ধরে জ্বলতে থাকে এই টি-লাইট ক্যান্ডেল গুলি। ফলে সামনেই বাড়িতে কোনও অনুষ্ঠান থাকলে অন্দরমহলের সৌন্দর্য বাড়িয়ে তুলন এই ডিজাইনার টি-লাইট ক্যান্ডেল দিয়ে।
আর পকেট ফ্রেন্ডলি বাজেটে সুন্দর সুন্দর এই টি-লাইট ক্যান্ডেল সেট কিনতে ঘুরে আসতে পারেন অনলাইন শপিং সাইটে। যেখানে গেলে আপনি পেয়ে যাবেন মনের মত নানা রঙের এই ক্যান্ডেল লাইট সেট।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.