মোতেরায় ফের ইংল্যান্ডের ব্যাটিং বিপর্যয়ে রাশ হাতে ভারতেরই

আমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম থেকেই ইংল্যান্ডের উপর চাপ অব্যাহত রেখেছে ভারত। অক্ষর প্যাটেল দুই ওপেনারকে ফিরিয়ে ধাক্কা দেওয়ার পর রুট ও বেয়ারস্টোর উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। অর্ধশতরান করা বেন স্টোকস ওয়াশিংটন সুন্দরের শিকার। টস জিতে ব্যাট করতে নেমে চা বিরতিতে প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্কোর পাঁচ উইকেটে ১৪৪। অলি পোপ ২১ ও ড্যান লরেন্স ১৫ রানে ক্রিজে আছেন।

রিফ্রেশ করুন...

More INDIA VS ENGLAND 2021 News