ভোটের দামামা বাজতেই পড়শি রাজ্যে তৎপর মাওবাদীরা, বিস্ফোরণে শহিদ দুই জওয়ান

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ঝাড়খণ্ড। আইইডি বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২ জন নিরাপত্তা কর্মীর। মাওবাদীরাই এই বিস্ফোরণ ঘটিয়েছে বলে সন্দেহ পুলিশের। উল্লেথ্য পশ্চিমবঙ্গে নির্বাচনী নির্ঘণ্ট বেজে গিয়েছে বেশ কয়েকদিন হল। এরইমধ্যে রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। এই পরিস্থিতিতে প্রতিবেশী রাজ্যে বড়সড় হামলা চালালো মাওবাদীরা। এদিন ঝাড়খণ্ড জাগুয়ার ইউনিটের দুই জওয়ান শহিদ হন মাওবাদীদের আইইডি বিস্ফোরণে। পাশাপাশি আরও তিনজন জওয়ান জখম হয়েছেন এই ঘটনায়।

বৃহস্পতিবার সকাল পৌনে ন'টা নাগাদ ঝাড়খণ্ডের পশ্চিমে সিংভূম জেলার হোয়াহাতু গ্রামে জোরালো বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আইইডি ব্যবহার করা হয়েছে বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। বিস্ফোরণে ঝাড়খণ্ড পুলিশের বিশেষ জাগুয়ার বাহিনীর দুজন কর্মীর মৃত্যু হয়। এ ছাড়াও ঝাড়খণ্ড জাগুয়ারের ও সিআরপিএফ-এর আরও তিন জন জওয়ান জখম হয়েছেন। তাদের যৌথ বাহিনী একটি অভিযানে বেরিয়ে এই বিস্ফোরণের মুখে পড়ে।

সিআরপিএফ-এর তরফে জানানো হয়েছে, 'আজ সকাল পৌনে ন'টা নাগাদ পশ্চিম সিংভূমের হোয়াহাতু গ্রামের জঙ্গল এলাকায় আইইডি বিস্ফোরণ হয়েছে। ঝাড়খণ্ড জাগুয়ার বাহিনীর দু জন জওয়ানের বিস্ফোরণে মৃত্যু হয়েছে। ওই বাহিনীর আরও দুজন গুরুতর জখম। এ ছাড়াও ১৯৭ ব্যাটালিয়নের এক সিআরপিএফ জওয়ানও এই ঘটনায় আহত হয়েছেন।'

More ঝাড়খণ্ড News