আমদাবাদ: পিঙ্ক বল টেস্টে না হয় স্পিনিং ট্র্যাকে বল ঘুরিয়েছিলেন অশ্বিন-অক্ষররা। কিন্তু চতুর্থ টেস্টে মোতেরার ফ্ল্যাট উইকেটে ইংরেজ ব্যাটসম্যানদের যেভাবে নাকানি-চোবানি খাওয়ালেন ভারতীয় স্পিনাররা, তারপর কী বলছেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটাররা। ২০০৫ ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের নায়ক কেভিন পিটারসন যেমন বলছেন, ভারতীয় স্পিনাররা সফরকারী দলের বিরুদ্ধে ভীষণরকমের ভাল। পাশাপাশি চতুর্থ টেস্টে ইংল্যান্ডের ব্যাটিং বিপর্যয় নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন পিঙ্ক বল টেস্টে উইকেটের চরিত্র নিয়ে বহুল সমালোচনা করা মাইকেল ভন।

দেশের ব্যাটসম্যানদের রীতিমতো তুলোধনা করেছেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। কেভিন পিটারসন এদিন ভারতীয় স্পিনারদের প্রশংসা করে টুইটারে লেখেন, ‘ভারতীয় স্পিনাররা ভীষনরকমের ভালো।’ উল্লেখ্য, গত দু’টি টেস্টের মতোই চতুর্থ টেস্টের প্রথমদিনও ইংরেজ ব্যাটসম্যানদের সামনে অভিশাপ হয়ে দাঁড়ান ভারতীয় স্পিন জুটি অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিন। অক্ষর প্যাটেলের ৪ উইকেট এবং রবিচন্দ্রন অশ্বিনের ৩ উইকেটে ভর করে ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ২০৫ রানে অল-আউট করে দেয় টিম ইন্ডিয়া। আরেক স্পিনার ওয়াশিংটন সুন্দর নেন একটি উইকেট। পেসার মহম্মদ সিরাজের ঝুলিতে ২টি উইকেট।

দ্বিতীয় সেশনে পাঁচ উইকেট হারিয়ে শেষ করার পরেও ইংরেজ ব্যাটসম্যানদের উপর ভরসা রেখেছিলেন পিটারসন। প্রাক্তন ইংরেজ তারকা টুইটারে জানিয়েছিলেন, ‘পিচ দেখে মনে হচ্ছে ফ্ল্যাট। লরেন্স, পোপ, ফোকস ইংল্যান্ডকে ২৭৫ রানে পৌঁছে দিতে পারে।’ কিন্তু পিটারসনকে ভুল প্রমাণ করে কোনক্রমে দু’শোর গন্ডি টপকেই অল-আউট হয়ে যায় ইংল্যান্ড। আর ইংরেজদের ব্যাটিং’য়ে বেজায় অসন্তুষ্ট মাইকেল ভন রীতিমতো তিরস্কার করেছেন রুট অ্যান্ড কোম্পানিকে। পিঙ্ক বল টেস্টের পিচের সমালোচনায় মুখর ভন চতুর্থ টেস্টের উইকেট নিয়ে বলতে গিয়ে জানান, পিচে কোনও জুজু নেই। ভিজিটরদের (ইংল্যান্ড) ব্যাটিং খুব নিম্নমানের হচ্ছে।

মধ্যাহ্নভোজের বিরতির আগেই ইংল্যান্ড ৩ উইকেট হারানোয় ক্ষুব্ধ ভন টুইটারে লেখেন, ‘শেষ কয়েকটি ম্যাচের থেকেও এই ম্যাচে খারাপ ব্যাটিং করছে ইংল্যান্ড। পিচ ক্রিকেটের জন্য উপযুক্ত এবং প্রথম ইনিংসে বড় রান তোলার মতো। সেভাবে বল ঘুরছে না। বল পড়ে ব্যাটে আসছে। এখনও অবধি খুব খারাপ ব্যাটিং।’

উল্লেখ্য, ভারতীয় বোলিং’য়ের সামনে এদিন ব্যাট হাতে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে সফল অল-রাউন্ডার বেন স্টোকস। ৫৫ রান করেন তিনি। ৪৬ রানের মূল্যবান ইনিংস খেলেন ড্যান লরেন্স। তবে ইংল্যান্ডের কোনও পার্টনারশিপই সেই অর্থে লম্বা হতে দেননি ভারতীয় বোলাররা, ইংরেজদের ২০৫ রানের জবাবে প্রথমদিনের শেষে ১ উইকেট হারিয়ে ২৪ রান তুলেছে ভারত।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।