গিলকে শূন্য রানে ফিরিয়ে তারকাদের তালিকার শীর্ষে ইংল্যান্ডের অ্যান্ডারসন

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট শুরু হয়েছে। প্রথম ইনিংসে ২০৫ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১ উইকেট হারিয়ে ২৪ রানে অবস্থান করছে ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার ওপেনার শুভমান গিলকে শূন্য রানে সাজঘরে ফিরিয়ে দেন জেমস অ্যান্ডারসন। সেই সঙ্গে তারকাদের তালিকার শীর্ষ স্থানে গিয়ে পৌঁছলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার।

শীর্ষে অ্যান্ডারসন

নিজের টেস্ট কেরিয়ারে ১০৪ জন ব্যাটসম্যানকে শূন্য রানে সাজঘরে ফিরিয়ে দিয়েছেন জেমস অ্যান্ডারসন। এই তালিকার শীর্ষ স্থানে রয়েছেন তিনিই। এই ঘরে তাঁর সঙ্গে অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা।

দ্বিতীয় স্থানে মুরলী ও ওয়ার্ন

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার যথাক্রমে মুথাইয়া মুরলীধরন এবং শেন ওয়ার্ন। দুই ক্রিকেটারই ১০২ বার ব্যাটসম্যানকে শূন্য রানে আউট হয়েছেন। টেস্ট কেরিয়ারে ৮০০টি উইকেট নিয়েছেন মুরলী, ৭০৮টি উইকেট নিয়েছেন ওয়ার্ন।

তৃতীয় স্থানে স্টেইন

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার ডেল স্টেইন। ৩৭ বছরের ক্রিকেটার টেস্টে ৮৩ বার ব্যাটসম্যানদের শূন্য রানে আউট করেছেন। টেস্ট কেরিয়ারে ৪৩৯টি উইকেট নিয়েছেন প্রাক্তন প্রোটিয়া ফাস্ট বোলার।

অ্যান্ডারসনের উইকেট

বিশ্বের প্রথম ফাস্ট বোলার হিসেবে টেস্টে ৬০০ উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন। ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টের আগে পর্যন্ত ৬১২ উইকেট নিয়ে বসে রয়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার।

More INDIA VS ENGLAND 2021 News