দিলীপ ঘোষের সাফ বার্তা
প্রশান্ত বলেছিলেন, ১০০ এর বেশি আসন পাবেনা বিজেপি। এদিকে বঙ্গ বিজেপিকে ২০০ আসনের টার্গেট দিয়ে দিয়েছেন অমিত শাহ। এমন এক পরিস্থিতিতে দিলীপ ঘোষ এদিন জানিয়েছেন, ২০০ এর কম আসন বিজেপি পাবেনা।
২০০ আসনের সমীকরণ বিজেপির
এদিন দিলীপ ঘোষ সাফ জানান, '২০০ আসনের কম আসন আমরা পাব না। এটা অবশ্যই ২০০ এর বেশি আসন হবে। আমরা এর প্রস্তুতি আজ থেকে নিচ্ছি না। ৫ বছর আগে থেকে এর প্রস্তুতি শুরু হয়েছে।' তিনি বলেন, বিজেপি ফেজ ভিত্তিক কাজ করেছে। আর তার ফলাফল লোকসভা ভোটে দেখা গিয়েছে। তিনি জানান, '১৯ এ হাফ, ২১ এ সাফ' এর স্লোগান নিয়েই তাঁরা এগিয়ে যাচ্ছেন।
প্রশান্ত কিশোরের চ্যালেঞ্জ
'বিজেপি যদি বাংলায় ১০০ আসন পায় আমি আজ যেমন আছি, আর তেমন আমায় দেখবেন না। আমার অস্তিত্ব থাকবে না ভোট কৌশলী হিসেবে।' এই বার্তা ভরা সভায় সাফ জানিয়েছেন প্রশান্ত কিশোর। যিনি খুব শিগগিরিই পাঞ্জাব নির্বাচনে কংগ্রেসের অমরিন্দর সিংয়ের ভোট স্ট্র্যাটেজিস্ট হিসাবে কাজ করবেন বলে খবর।
'আমাকে আর কোনওদিন রাজনৈতিক প্রচারে সহায়তা করতে দেখবেন না'
প্রশান্ত কিশোর জানিয়েছেন বিজেপি যদি ১০০ এর বেশি আসন ২৯৪ আসনের বাংলা বিধানসভায় পায় তাহলে তিনি আইপ্যাক ছেড়ে দেবেন। এবিষয়ে তিনি মমতার ভূয়সী প্রশংসা করে বলেন,তৃণমূলে কিছু অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে এবং ফাঁকগুলি পূরণ করার কাজও চলছে। প্রশান্ত কিশোর বলেন, আমি উত্তরপ্রদেশে সাফল্য পাইনি, কিন্তু সেখানে আমরা যা চেয়েছিলাম, তা করতে পারিনি। তবে বাংলায় আমার কাছে এই অজুহাত নেই এবং দিদি আমাকে যতটা ইচ্ছা কাজ করার স্বাধীনতা দিয়েছে। আমি যদি বাংলায় তৃণমূলকে না জেতাতে পারি, বিজেপিকে না হারাতে পারি, তবে আমি মনে করব যে, আমি এই কাজের জন্য উপযুক্ত নই।