বার্সেলোনা: এই ভাবেও ফিরে আস যায়! বার্সেলোনার পক্ষেই তা সম্ভব৷ শুধু জিতলেই হত না৷ প্রয়জোন ছিল কঠিন সমীকরণের৷ এ কথা মাথায় রেখে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে কোপা দেল রে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল বার্সেলোনা৷ বুধবার রাতে ন্যু ক্যাম্পে কোপা দেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগে সেভিয়ার বিরুদ্ধে ৩-০ জিতে ফাইনালের ছাড়পত্র জোগাড় করে নিল মেসি অ্যান্ড কোং৷ প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে ০-২ হারলেও ঘরের মাঠে ৩-০ জেতায় গোল পার্থক্যে সেভিয়াকে পিছনে ফেলে ফাইনালে চলে গেল বার্সেলোনা৷

কঠিন চ্যালেঞ্জের ম্যাচে দারুণ শুরু করে বার্সেলোনা৷ কিন্তু প্রথম লেগে জিতে এগিয়ে থাকায় দারুণ শুরু থেকেই পুরোপুরি রক্ষণাত্মক ফুটবল খেলে সেভিয়া। তাতে মেসি-দেম্বেলেদের কাজটা আরও কঠিন হয়ে যায়। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বার্সাকে৷ ম্যাচের ১২ মিনিটেই বার্সাকে এগিয়ে দেন দেম্বেল৷ কিন্তু ম্যাচের নির্ধারিত সময়ে বার্সাকে আর কোনও গোল করতে দেয়নি সেভিয়া৷ ফলে ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও হতাশ গ্রাস করেছিল মেসি-পিকেদের৷ কিন্তু চরম নাটকীয়তায় ভরা লড়াই যে ধরা ছিল ম্যাচের অতিরিক্ত সময়ে৷ ৯৪ ও ৯৫ মিনিটে গোল করে বার্সাকে ফাইনালে পৌঁছে দেন জেরার্ড পিকে ও মার্টিন ব্রাথওয়েট৷

প্রথম লেগে সেভিয়া ২-০ গোলে জিতলেও দুই লেগ মিলে ৩-২ ব্যবধানে ফাইনালের ছাড়পত্র জোগাড় করেন প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা। পেনাল্টি সেভ করে বার্সাকে ফাইনালে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বড় অবদান রাখেন গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের। লা লিগায় টানা ছ’টি ম্যাচে জয়ের পর গত শনিবার নিজেদের মাঠে বার্সেলোনার বিপক্ষে পুরো ম্যাচেই নিজেদের খুঁজে ফেরে সেভিয়া। এ দিনও প্রথমার্ধে তারা ছিল বিবর্ণ৷ বিরতির আগে কোনও সুযোগই তৈরি করতে পারেনি সেভিয়া।

বিরতির পরও আক্রমণ আরও ঝাঁঝাল হয় বার্সেলোনার। ঘর সামলাতেই ব্যস্ত থাকে সেভিয়ার। অধিকাংশ সময়ই প্রায় সব খেলোয়াড়কে দেখা যাচ্ছিল ডি-বক্সের আশেপাশে। ম্যাচের অতিরিক্ত সময়ের শুরুতে ১০ জনের দলে পরিণত হয় সেভিয়া। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফের্নান্দো। এরপরই ম্যাচে নাটকীয় মোড়। ম্যাচ শেষ হতে তখন বাকি আর কিছুক্ষণ। মরিয়া হয়ে উঠেছে বার্সেলোনা, তাদের ঠেকিয়ে ফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছে সেভিয়া। এমন সময় তাদের হতবাক করে সমতায় ফেরে কাতালান ক্লাবটি। বদলি অঁতোয়ান গ্রিজমানের বাড়ানো ক্রসে হেডে দলকে উচ্ছ্বাসে ভাসান পিকে। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে ফাইনাল নিশ্চিত করেন ব্রাথওয়েট। আলবার গোলমুখে বাড়ান ক্রসে হেডে গোল করে সেভিয়ার স্বপ্নে জল ঢেলে বার্সাকে ফাইনালে তোলেন এই ডেনিস ফরোয়ার্ড৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।