জশপ্রীত বুমরার পরিবর্তে ভারতের প্রথম একাদশে এসেই বল হাতে আগুন ঝরাচ্ছেন মহম্মদ সিরাজ। তাঁর বিষাক্ত বাউন্সার মাঝেমধ্যেই সমস্যায় ফেলছে ব্যাটসম্যানদের। ইতিমধ্যেই সিরাজ তুলে নিয়েছেন জো রুট ও জনি বেয়ারস্টোর মূল্যবান উইকেট দুটি। দুজনেই লেগ বিফোর হয়েছেন। রুট না নিলেও বেয়ারস্টো ডিআরএস নেন। তবে আম্পায়ারস কলে তাঁকে ফিরতে হয়। আমেদাবাদের গরমের সঙ্গে মোতেরাকে আরও উত্তপ্ত করে দিয়েছে সিরাজের আগুনে স্পেল।
৩০ রানে ৩ উইকেট পড়ার বেন স্টোকস ব্যাট করতে নামেন। এরপর সিরাজ স্টোকসকে বল করতে গিয়ে ম্যাচের ১৩ ওভারের শেষ বলে বাউন্সার দেন। ওভার শেষে বেন স্টোকস সিরাজকে উদ্দেশ করে কিছু বলেন বলে অভিযোগ। যদিও তাতে পাত্তা না দিয়ে নিজের জায়গায় চলে যান সিরাজ। তবে এগিয়ে আসেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
মাঠের মধ্যেই বিরাটের সঙ্গে স্টোকসের কিছুটা সময় কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে দেখা যায়। যদিও সময়মতো এগিয়ে গিয়ে দুজনকেই সরিয়ে দেন আম্পায়ার নীতীন মেনন ও বীরেন্দ্র শর্মা। তাঁদের ভূমিকার প্রশংসা করে প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর, সঠিক সময়ে আম্পায়াররা যথাযথ পদক্ষেপ করেছেন। নাহলে বিষয়টা আরও বাড়তে পারতো।
টস জিতে ব্যাট করতে নেমে লাঞ্চের আগে তিন উইকেট হারায় ইংল্যান্ড। দুই ওপেনারকে ফেরান অক্ষর প্যাটেল। জ্যাক ক্রলি ৯ ও ডম সিবলি ২ রানে আউট হন। রুট ৫ রান করে সিরাজের বলে লেগ বিফোর হন। লাঞ্চের পর বেয়ারস্টোকেও লেগ বিফোর করেছেন সিরাজ। ২৮ রান করে দলের ৭৮ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন বেয়ারস্টো।