আইএসএলে সোনালী বুট জয়ের দৌড়ে এগিয়ে কে, কোন ভারতীয়ের ঝুলিতে সবচেয়ে বেশি গোল

আর কয়েক ঘণ্টার মধ্যে চলতি আইএসএলের প্রথম সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হতে চলেছে এফসি গোয়া। ম্যাচ শেষে কোন শিবিরের কোচের মুখে হাসি থাকে, তা তো সময় বলবে। তার আগে দেখে নেওয়া যাক চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত সর্বাধিক গোলদাতাদের তালিকায় রয়েছেন কারা। ভারতীয়দের মধ্যে টু্র্নামেন্টে সবচেয়ে বেশি গো করেছেন কে।

সোনালী বুটের লড়াইয়ে কে এগিয়ে

১) এটিকে মোহনবাগানের রয় কৃষ্ণ (২০ ম্যাচ খেলে ১৪ গোল করেছেন)।

২) এফসি গোয়ার ইগর আনগুলো (১৯ ম্যাচ খেলে ১৩ গোল)।

৩) ওড়িশা এফসি-র দিয়েগো মউরিসিও (২০ ম্যাচ খেলে ১২ গোল)।

৪) মুম্বই সিটি এফসি-র অ্যাডাম লে ফনড্রে (২০ ম্যাচ খেলে ১১ গোল)।

৫) হায়দরাবাদ এফসি-র আরিদানে সান্টানা (১৮ ম্যাচ খেলে ১০ গোল)।

ভারতীয়দের মধ্যে সর্বাধিক গোলদাতা

১) বেঙ্গালুরু এফসি-র সুনীল ছেত্রী (২০ ম্যাচ খেলে ৮ গোল)।

২) মুম্বই সিটি এফসি-র বিপিন সিং (১৯ ম্যাচ খেলে ৫ গোল)।

৩) এটিকে মোহনবাগানের মনবীর সিং (২০ ম্যাচ খেলে ৫ গোল)।

৪) এফসি গোয়ার ইশান পান্ডিতা (৯ ম্যাচ খেলে ৪ গোল)

৫) হায়দরাবাদ এফসি-র হালিচরণ নার্জারি (২০ ম্যাচ খেলে ৪ গোল)।

সবচেয়ে বেশি গোলে সহায়তা

১) এফসি গোয়ার আলবার্তো নগোয়েরা (১৯ ম্যাচ খেলে ৮টি সহায়তা)।

২) মুম্বই সিটি এফসি-র হুগো বউমোস (১৩ ম্যাচ খেলে ৭টি সহায়তা)।

৩) নর্থইস্ট ইউনাইটেডের ফ্রেডরিকো গালেগো (১৪ ম্যাচ খেলে ৬টি সহায়তা)।

৪) জামশেদপুর এফসি-র আইতোর মনরয় (১৯ ম্যাচ খেলে ৬টি সহায়তা)।

সবচেয়ে বেশি পাস

১) এফসি গোয়ার এডু বেদিয়া (১৮ ম্যাচ খেলে ১৩৪৫টি পাস)।

২) মুম্বই সিটি এফসি-র আহমেদ জাহৌ (১৭ ম্যাচ খেলে ১২৮২টি পাস)।

৩) মুম্বই সিটি এফসি-র রওলিং বোর্জেস (১৮ ম্যাচ খেলে ১০৩৪টি পাস)।

৪) এফসি গোয়ার ইভান গঞ্জালেস (১৮ ম্যাচ খেলে ১০০৩টি পাস)।

More ISL 2020 21 News