হ্যাটট্রিকের পরের ওভারেই ধনঞ্জয় হজম করলেন ছয় ছক্কা, নজির পোলার্ডের

আন্তর্জাতিক ক্রিকেটে ফের ছয় ছক্কার নজির। এবার এই কীর্তি গড়লেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে। শ্রীলঙ্কার আকিলা ধনঞ্জয় ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টি ২০ ম্যাচে হ্যাটট্রিক করেন। যদিও পরের ওভারেই কায়রন পোলার্ড তাঁর বলে ছয় ছক্কা হাঁকালেন।

আন্তর্জাতিক ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কা প্রথমে হাঁকান দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস। ২০০৭ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এরপর ২০০৭ টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিং। তারপর ফের আন্তর্জাতিক ক্রিকেটে এই নজির গড়লেন পোলার্ড। প্রথম ক্যারিবিয়ান হিসেবে তিনি রইলেন গিবস আর যুবরাজের পরেই। পোলার্ডের ব্যাটিং বিস্ফোরণে অ্যান্টিগায় শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।ম্যাচের সেরার পুরস্কার পেয়ে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ড বলেন, তিন নম্বর ছক্কা হাঁকানোর পর বিশ্বাস করতে শুরু করি ছয় বলে ছটি ছক্কা মারতে পারব। টানা পাঁচটি ছয় মারার পর নিশ্চিত হই, বোলার ব্যাকফুটে গিয়ে চাপে থাকবেন। তখন বারবার মনকে বোঝাচ্ছিলাম, পারতেই হবে।

জয়ের জন্য ১৩২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং শুরু করেন ক্যারিবিয়ান ওপেনাররা। তিন ওভারে ওঠে ৪৮। চতুর্থ ওভারে নিজের দ্বিতীয় ওভার বল করতে এসে হ্যাটট্রিক করে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিয়েছিলেন আকিলা ধনঞ্জয়। এই ওভারের দ্বিতীয় বলে ফেরান এভিন লুইসকে, তিনি করেন ২৮। পরের বলেই শূন্য রানে ধনঞ্জয়ের শিকার হন ক্রিস গেইল। এরপর নিকোলাস পুরানকে আউট করে হ্যাটট্রিক সারেন ধনঞ্জয়। যদিও ম্যাচের ষষ্ঠ তথা ধনঞ্জের তৃতীয় ওভারেই পোলার্ড ছয় বলে ছয় ছক্কা হাঁকান।

পোলার্ড প্রথম ছক্কাটি মারেন লং অন বরাবর। দ্বিতীয় ছক্কা সাইটস্ক্রিনের সোজা। তৃতীয় ছক্কাটি উড়ে যায় লং অফের দিকে। চতুর্থ ছক্কাটি মারেন ডিপ মিড উইকেট বরাবর। পঞ্চম ছক্কাটি বোলারের মাথার উপর দিয়ে সোজা। ডিপ মিড উইকেটের উপর দিয়ে ষষ্ঠ ছক্কাটি মেরে টি ২০ আন্তর্জাতিকে যুবরাজ সিংয়ের নজির ছুঁয়ে ফেলেন পোলার্ড। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে ওয়েস্ট ইন্ডিজ জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চতুর্দশ ওভারের প্রথম বলেই।

More WEST INDIES News