আবার টস হারলেন বিরাট, মোতেরায় সিরিজের শেষ টেস্টে প্রথমে ব্যাটিং ইংল্যান্ডের

আজ থেকে আমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ।ইংল্যান্ডের প্রথম একাদশে এসেছেন ডম বেস ও ড্যান লরেন্স। ভারতীয় দলে জশপ্রীত বুমরাহর জায়গায় খেলছেন মহম্মদ সিরাজ।

ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, তিনি টস জিতলে ব্যাটিং নিতেন। এই উইকেটে প্রথম ব্যাট করা সহজ বলেই মনে হচ্ছে। ইংল্যান্ড আমাদের উপর আগে, এমনকী চলতি সিরিজেও চাপ তৈরি করেছে। সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ইংল্যান্ড অধিনায়ক জো রুট বলেন, প্রথম ইনিংসে বড় রান তোলাই আমাদের লক্ষ্য। আগের দুটি টেস্ট আমাদের খারাপ গিয়েছে। তবে খারাপ সময়ে নিজেদের শক্তির প্রতি সৎ থাকতে হয়। এই পিচে পরের দিকে স্পিনাররা বেশি সাহায্য পাবেন বলেই মনে করা হচ্ছে।

ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ।

ইংল্যান্ডের প্রথম একাদশ: জ্যাক ক্রলি, ডম সিবলি, জনি বেয়ারস্টো, জো রুট (অধিনায়ক), ড্যান লরেন্স, বেন স্টোকস, অলি পোপ, বেন ফোকস (উইকেটকিপার), ডম বেস, জ্যাক লিচ, জেমস অ্যান্ডারসন।

পিচে আগের তুলনায় কিছুটা ঘাস রয়েছে। তবে স্পিনাররা পরের দিকে সাহায্য পাবেন। ইংল্যান্ড এই ম্যাচে ব্যাটিং গভীরতা বাড়িয়েছে বলে মনে করেন সুনীল গাভাসকার। প্রাক্তন ভারত অধিনায়ক যদিও বলেন, জোরে বোলার অ্যান্ডারসনের সঙ্গে বেস ও লিচ দুই বিশেষজ্ঞ স্পিনার। স্টোকস বোলিং করেন। তবে জো রুটের স্পিনার হিসেবে দক্ষতাকে মান্যতা দিয়েও বলছি, ইংল্যান্ডের বোলার সংখ্যা কম। ফলে দল নির্বাচন নিয়ে প্রশ্ন থাকছেই। উমেশ যাদবের জায়গায় মহম্মদ সিরাজকে খেলানোকে অবশ্য সমর্থন জানিয়েছেন সানি। তাঁর কথায়, উমেশ দীর্ঘদিন ক্রিকেটের বাইরে, চোট সারিয়ে ফিরেছেন। ফলে ঘরের মাঠে তাঁর রেকর্ড ভালো হলেও তাঁকে প্রথম একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত একেবারে সঠিক সিদ্ধান্ত।

More INDIA VS ENGLAND 2021 News