অল্প বয়সীদের কাছে মোবাইল ব্যবহারের অন্যতম কারণ হিসেবে ধরে নেওয়া হয়ে থাকে মোবাইল গেম। তবে এই মোবাইল গেমের ধারনা বদলে দিয়েছিল জনপ্রিয় গেম পাবজি। কার্যত বিভিন্ন বয়সের মানুষেরা আসক্ত হয়ে পরেছিল এই গেমের প্রতি। কিন্তু কেন্দ্রের নির্দেশ অনুসারে কার্যত ব্যান করা হয়েছিল এই গেম। আর তার ফলে ভারতে হতাশ হয়ে পড়েছিল একাধিক মানুষজন।
কিন্তু এবারে জানা গিয়েছে এক নয়া তথ্য। ভারতের বাজারে ফের ফিরতে চলেছে জনপ্রিয় গেম পাবজি। যদিও ভারত থেকে ব্যান হওয়ার পরে একাধিকবার ফেরার চেষ্টা করা হয়েছিল তাদের তরফে। তবে সেই সময়ের মধ্যেও ভারতের বাজারে পাবজির বিকল্প হিসেবে উঠে এসেছিল একাধিক গেম। সেই কারণেই আরও বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে এবারে জানা গিয়েছে ফের ভারতের বাজারে ফেরার চেষ্টা চালানো হচ্ছে পাবজির তরফে।
এই গেম প্রস্তুতকারক সংস্থার তরফে জানা গিয়েছে ভারতের বাজারে ফেরার জন্য তাদের তরফে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে অন্যান্য জায়গাতে এই গেম লঞ্চ করা হয়েছে। পাশপাশি শুরু হয়েছে প্রি রেজিস্ট্রেশনের পদ্ধতি। এমনকি জানা গিয়েছে android , ios এই দুই ধরনের ফোনের জন্যই এই ফোন বাজারে নিয়ে আসা হয়েছে। তবে জানা গিয়েছে চিনা সংস্থার থেকে এই গেমের দায়ভার এক কোরিয়ান কোম্পানির হাতে যাওয়ার পরেই বিষয়টি নিয়ে ফের শুরু হয়েছে পরিকল্পনা।
মনে করা হচ্ছে ভারতের বাজারে ভারতীয় ক্রেতাদের কথা মাথাতে রেখেই নিয়ে আসা হবে এই গেম। আর সেই কারণে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে তাদের তরফে। অবে তার সঙ্গে আরও বেশ কিছু তথ্য সামনে এসেছে। আর তার জেরেই ক্রমেই জোরালো হচ্ছে ভারতের বাজারে পাবজির ফেরার বিষয়টি। ইতিমধ্যে পাবজি ব্যান হওয়ার পরেই ভারতের বাজারে আরও বেশ কিছু গেম জনপ্রিয় হয়ে উঠেছিল। সেখানে দাঁড়িয়ে ফের ভারতের বাজারে পাবজি ফিরে এলে তা কতটা জনপ্রিয় হবে তা নিয়ে শুরু হয়েছে তীব্র আকর্ষণ।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.