১. রানাঘাট উত্তর-পশ্চিম
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী শঙ্কর সিং৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ১ লক্ষ ৯ হাজার ৬০৭৷ দ্বিতীয় স্থানে থাকা তৃণমূলের পার্থসারথি চট্টোপাধ্যায় পেয়েছিলেন ৮৬ হাজার ১৮৭ ভোট। তৃতীয় স্থানে থেকে বিজেপি প্রার্থী পেয়েছিলেন ১০ হাজার ২২৫ ভোট। তবে এবার শঙ্কর সিং যোগ দিয়েছেন তৃণমূলে। এই কেন্দ্রে এবার ভোটের হিসেবে অনেক ওলোট-পালোট হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
২. কৃষ্ণগঞ্জ
কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্র বরাবরই শক্ত ঘাটি তৃণমূলের। ২০১৬ সালের বিধানসবা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূলের
সত্যজিৎ বিশ্বাস ১ লক্ষ ১৪ হাজারের বেশি ভোট পেয়েছিলেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের মৃণাল বিশ্বাসকে প্রায় ৪৪ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছিলেন তিনি। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থীর ঝুলিতে গিয়েছিল প্রায় ১৮ হাজার ভোট।
৩. রানাঘাট উত্তর-পূর্ব
রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভা কেন্দ্রেও দাপট রয়েছে তৃণমূলের। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী সমীর কুমার পোদ্দার ৯৩ হাজারেরও বেশি ভোট পেয়েছিলেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে থাকা সিপিএমের বাবুসোনা সরকার ৭৮ হাজার ২৪৩ ভোট পেয়েছিলেন। গতবার এই কেন্দ্রে তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থীর ঝুলিতে গিয়েছিল ১৫ হাজার ৪৬৭ ভোট।
৪. রানাঘাট দক্ষিণ
রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে জয় পায় সিপিএম। ১ লক্ষ ৪ হাজারেরও বেশি ভোট পেয়েছিলেন সিপিএম প্রার্থী রমা বিশ্বাস। নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের আবিররঞ্জন বিশ্বাসকে গত বিধানসভা ভোটে তিনি হারিয়েছিলেন ১৭ হাজার ২৫৩ ভোটের ব্যবধানে। এই কেন্দ্রে গতবার তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থীর ঝুলিতে গিয়েছিল ১৮ হাজার ১১৪ ভোট।
৫. চাকদহ
চাকদহ বিধানসভা কেন্দ্রটি রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয় তৃণমূল। তৃণমূল প্রার্থী গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে ৯৪ হাজার ২৪১ ভোট পেয়েছিলেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের বিশ্বনাথ গুপ্তকে তিনি ২৩ হাজার ৬৫৩ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী এই কেন্দ্রে গত বিধানসভা ভোটে পেয়েছিলেন ১৬ হাজারের কিছু বেশি ভোট।
৬. কল্যাণী
কল্যাণী বিধানসভা কেন্দ্রে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয় তৃণমূল। তৃণমূলের রমেন্দ্র নাথ বিশ্বাস পেয়েছিলেন ৯৫ হাজার ৭৯৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের অলোকেশ দাসকে তিনি ২৬ হাজার ৯৫ ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছিলেন। গত বিধানসভা ভোটে এই কেন্দ্রে তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থীর ঝুলিতে গিয়েছিল ১৫ হাজার ৭১০ ভোট।
৭. হরিণঘাটা
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে নদিয়ার এই বিধানসভা কেন্দ্রেও জয়ধ্বজা ওড়ে তৃণমূলের। তৃণমূল প্রার্থী
নীলিমা নাগ গত বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে ৭৩ হাজার ১৮১ ভোট পেয়েছিলেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের অজয় দাসকে গতবার ২১ হাজার ৩৪৯ ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছিলেন। হরিণঘাটা কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী পেয়েছিলেন ১৫ হাজার ৭৯৩ ভোট।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.