জেলাসদর পুরুলিয়া। এই জেলার পূর্ব সীমান্তে পূর্ব বর্ধমান জেলা , বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলা এবং অপর তিন দিক ঝাড়খণ্ড রাজ্য দ্বারা বেষ্টিত।
পুরুলিয়া জেলার অধিবাসীরা মূলত বাঙালি ও সাঁওতাল। পুরুলিয়া পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট জেলা।
রঘুনাথপুর-আদ্রা, ঝালদা ও বলরামপুর এই জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ শহর হিসেবে পরিচিত।মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত এই জেলা।
এই জেলার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য হল বন্ধুর ভূমিভাগ, খাড়া পাহাড় ও নিচু উপত্যকা।
২০১৬ সালের বিধানসভা ফলাফলের নিরিখে ৯টি কেন্দ্রের ছবি (Bidhansabha election 9 polling stations of purulia)
বলরামপুর (Balarampur)
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ৮২,০৮৬ হাজার৷ দ্বিতীয় স্থানে ছিলেন জাতীয় কংগ্রেস প্রার্থী জগদীশ মাহাতো৷ তাঁর প্রাপ্ত ভোট ৭১,৮৮২৷ তৃতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী সুভাস দাস৷ তাঁর প্রাপ্ত ভোট ৮,৯৪০ হাজার৷
বলরামপুর বিধানসভা কেন্দ্র পুরুলিয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতো জয়ী হয়েছিলেন৷ দ্বিতীয় স্থানে ছিলে তৃণমূল কংগ্রেস প্রার্থী মৃগাঙ্ক মাহাতো৷
বান্দোয়ান (Bandoan)
এই কেন্দ্রটি তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজীব লোচন সোরেন৷ তাঁর প্রাপ্ত ভোট ১,০৪,৩২৩৷ দ্বিতীয় স্থানে ছিলেন বাম প্রার্থী সুশান্ত বেসরা৷ তাঁর প্রাপ্ত ভোট ৮৪,০১৬ হাজার৷ তৃতীয় স্থানে ছিলেন লবসেন বাস্কে৷ তাঁর প্রাপ্ত ভোট ১৪,৩৭১ হাজার৷
এই বিধানসভা কেন্দ্রটি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত৷ ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কোনার হেমব্রম জয়ী হন৷ দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বীরবাহা সোরেন৷
রঘুনাথপুর (Raghunathpur)
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পূর্ণ চন্দ্র বারুই৷ তাঁর প্রাপ্ত ভোট ৮৩,৬৮৮ হাজার৷ দ্বিতীয় স্থানে ছিলেন বাম প্রার্থী সত্য নারায়ন বারুই৷ তাঁর প্রাপ্ত ভোট ৬৭,৫৪৬ হাজার৷ তৃতীয় স্থানে ছিলেন সুভাষ চন্দ্র মণ্ডল৷ তাঁর প্রাপ্ত ভোট ২৪,৯১২ হাজার৷
পুরুলিয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো জয়ী হয়েছিলেন৷ দ্বিতীয় স্থানে ছিলে তৃণমূল কংগ্রেস প্রার্থী মৃগাঙ্ক মাহাতো৷
কাশীপুর (Kashipur)
এই কেন্দ্রটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন কুমার বেলথারিয়া জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ৮৭,৪৮৩ হাজার৷ দ্বিতীয় স্থানে ছিলেন বাম প্রার্থী সুদিন কিসকু৷ তাঁর প্রাপ্ত ভোট ৬৭,৯০৫ হাজার৷ তৃতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী কমলাকান্ত হাঁসদা৷ তাঁর প্রাপ্ত ভোট ১১, ৪৮৫ হাজার৷
আগে এই কেন্দ্রটি বাঁকুড়া লোকসভা কেন্দ্র এর অন্তর্গত ছিল৷ বর্তমানে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো জয়ী হয়েছিলেন৷ দ্বিতীয় স্থানে ছিলে তৃণমূল কংগ্রেস প্রার্থী মৃগাঙ্ক মাহাতো৷
মানবাজার (Manbazar)
এই কেন্দ্রটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্ধ্যারানী টুডু জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ৯৩,৬৪২ হাজার৷ দ্বিতীয় স্থানে ছিলেন বাম প্রার্থী ইপিল মুর্মূ৷ তাঁর প্রাপ্ত ভোট ৮৩,৯৬৭ হাজার৷ তৃতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী গৌরি সিং সর্দার৷ তাঁর প্রাপ্ত ভোট ৮,৮৮২ হাজার৷
মানবাজার বিধানসভা কেন্দ্রটি পুরুলিয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো জয়ী হয়েছিলেন৷ দ্বিতীয় স্থানে ছিলে তৃণমূল কংগ্রেস প্রার্থী মৃগাঙ্ক মাহাতো৷
বাঘমুণ্ডি (Baghmundi)
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হন জাতীয় কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো৷ তাঁর প্রাপ্ত ভোট
৮৮,৭০৭ হাজার৷ দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সমীর মাহাতো৷ তাঁর প্রাপ্ত ভোট ৮০,১২০ হাজার৷
তৃতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো৷ তাঁর প্রাপ্ত ভোট ১১,২১৯ হাজার৷
বাঘমুণ্ডি বিধানসভা কেন্দ্র পুরুলিয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতো জয়ী হয়েছিলেন৷ দ্বিতীয় স্থানে ছিলে তৃণমূল কংগ্রেস প্রার্থী মৃগাঙ্ক মাহাতো৷
পুরুলিয়া (purulia)
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন জাতীয় কংগ্রেস প্রার্থী সুদীপ কুমার মুখোপাধ্যায়৷ তাঁর প্রাপ্ত ভোট ৮১,৩৬৫ হাজার৷ দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও৷ তাঁর প্রাপ্ত ভোট ৭৬,৪৫৪ হাজার৷ তৃতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী নগেন্দ্র কুমার ওঝা৷ তাঁর প্রাপ্ত ভোট ১২,৭৫৭ হাজার৷
পুরুলিয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো জয়ী হয়েছিলেন৷ দ্বিতীয় স্থানে ছিলে তৃণমূল কংগ্রেস প্রার্থী মৃগাঙ্ক মাহাতো৷
পাড়া (para)
এই কেন্দ্রটি তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সমীর কুমার জানা৷ তাঁর প্রাপ্ত ভোট ১,০৭,৫৯৫৷ দ্বিতীয় স্থানে ছিলেন জাতীয় কংগ্রেসের ফণিভূষণ গিরি৷ তাঁর প্রাপ্ত ভোট ৯৩,৮০২ হাজার৷ তৃতীয় স্থানে ছিলেন শ্রীধর চন্দ্র বাগারি৷ তাঁর প্রাপ্ত ভোট ৬,৯৪২ হাজার৷
পাড়া বিধানসভা কেন্দ্রটি পুরুলিয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো জয়ী হয়েছিলেন৷ দ্বিতীয় স্থানে ছিলে তৃণমূল কংগ্রেস প্রার্থী মৃগাঙ্ক মাহাতো৷
জয়পুর (Joypur)
এই কেন্দ্রটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শক্তিপদ মাহাতো হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ৮৫,০২৬ হাজার৷ দ্বিতীয় স্থানে ছিলেন বাম প্রার্থী ধীরেন্দ্র নাথ মাহাতো৷ তাঁর প্রাপ্ত ভোট ৭৬,২৬৩ হাজার৷ তৃতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী শ্রীপতি মাহতো তাঁর প্রাপ্ত ভোট ৮,২১১ হাজার৷
জয়পুর কেন্দ্রটি পুরুলিয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো জয়ী হয়েছিলেন৷ দ্বিতীয় স্থানে ছিলে তৃণমূল কংগ্রেস প্রার্থী মৃগাঙ্ক মাহাতো৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.