অলিম্পিক্সের আগে সাইনাকে নিয়ে উদ্বেগ, সিন্ধু এগোচ্ছেন

অলিম্পিক্সের আগে হতাশ করলেন সাইনা নেহওয়াল। সুইস ওপেন সুপার ৩০০ টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই বিদায় নিলেন অলিম্পিক্সের ব্রোঞ্জজয়ী ভারতের এই তারকা শাটলার। যদিও পিভি সিন্ধু প্রথম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছেন।

সাইনার বায়োপিক কয়েক দিন পরেই মুক্তি পাবে। পরিণীতি চোপড়া সাইনার ভূমিকায় ভালোই অভিনয় করেছেন বলে জানা যাচ্ছে। যদিও সাইনা সুইস ওপেনে হতাশ করলেন, একেবারেই চেনা ছন্দে ছিলেন না। তাইল্যান্ডের পিত্তাপর্ন চাইওয়ানের কাছে হেরে ছিটকে গেলেন সানিয়া। খেলা চলল ৫৮ মিনিট। মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে সাইনা হারলেন ১৬-২১, ২১-১৭, ২১-২৩-এ। বেজিং, লন্ডন ও রিও অলিম্পিক্সে খেলা বছর ৩০-এর সাইনার কাছে এই পরাজয় টোকিও অলিম্পিক্সের টিকিট পাওয়ার আগে নিশ্চিতভাবেই বড় ধাক্কা। সাইনার স্বামী পি কাশ্যপ তাঁর চেয়ে ক্রমতালিকায় নীচে থাকা স্পেনের প্রতিপক্ষর কাছে স্ট্রেট গেমে হেরে গিয়েছেন।

সাইনা ছিটকে গেলেও পিভি সিন্ধু পৌঁছে গেলেন প্রি কোয়ার্টার ফাইনালে। তুরস্কের ইজিত নেসলিহানকে সিন্ধু হারালেন ২১-১৬, ২১-১৯-এ। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের আইরিস ওয়াংয়ের বিরুদ্ধে খেলবেন দ্বিতীয় বাছাই সিন্ধু।

পুরুষদের সিঙ্গলস থেকে যে ভারতীয় শাটলাররা প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছেন তাঁরা হলেন পারুপল্লি কাশ্যপ, লক্ষ্য সেন ও সমীর ভার্মা। যদিও রাউন্ড অব সিক্সটিনে উঠেছেন চতুর্থ বাছাই কিদাম্বি শ্রীকান্ত, পঞ্চম বাছাই বি সাই প্রণীথ, সৌরভ ভার্মা ও অজয় জয়রাম।

More SAINA NEHWAL News