তৃণমূল ভবনে বৈঠক
এদিন শহরের বিদায়ী তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সেই বৈঠকে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও হাজির ছিলেন বিদায়ী পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শহর ঢাকতে হবে তৃণমূলের পতাকা আর মমতার ছবিতে
সূত্রের খবর অনুযায়ী, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে দলের বিদায়ী কাউন্সিলরদের নির্দেশ দেওয়া হয়েছে, ৭ মার্চ প্রধানমন্ত্রী মোদীর ব্রিগেডের সমাবেশের আগেই কলকাতা শহর তৃণমূলের পতাকা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে ঢেকে ফেলতে হবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বলতে বাংলা নিজের মেয়েক চায় আর বাংলার গর্ব মমতা-র কথা বলা হয়েছে। এছাড়াও এক্ষেত্রে তৃণমূলের বিভিন্ন স্লোগানের সাহায্য নিতেও বলা হয়েছে
দলের নেতা-কর্মীদের নির্দেশ
তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, নেতিবাচক প্রচারে কান না দিতে। সরকারিভাবে দলের কর্মী সমর্থকদের বলা হয়েছে ভোট এসে যাওয়ায় প্রচারের কাজ শুরু করতে হবে। এখানে কোথাও প্রধানমন্ত্রী কিংবা বিজেপির কর্মসূচির কথা উল্লেখ করা হয়নি।
শিলিগুড়ি থেকেই জবাব দেবেন মমতা
সূত্রের খবর অনুযায়ী, তৃণমূলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী মোদী তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যা বলবেন, তার জবাব শিলিগুড়ি থেকে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, ৬ মার্চ শিলিগুড়ি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাত মার্চ সেখানে রোড শো করবেন তিনি।