চ্যালেঞ্জ মমতাকে হারানো। দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাই নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, তিনি অমিত শাহদের কাছে প্রার্থী নির্বাচনের বৈঠকে এমনই ইচ্ছে প্রকাশ করেছেন। এদিকে আগামী ১০ মার্চ নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।