সাড়া জাগিয়েও কাতার টোটাল ওপেনের ফাইনালে ওঠা হল না সানিয়া মির্জার। ইভেন্টের মহিলাদের ডবলসের সেমিফাইনালে হারের মুখ দেখতে হয় ইন্দো-স্লোভেনিয়া জুটিকে। তবে ম্যাচে দুই পক্ষের হাড্ডাহাড্ডি লড়াই দেখে সম্বৃদ্ধ হয়েছে টেনিস মহল। তিন সেটের ম্যাচ জিতে যায় প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই মার্কিন-নেদারল্যান্ডস জুটি।
নেদারল্যান্ডসের জেমি শুরস ও আমেরিকার নিকোল মেলিচারের বিরুদ্ধে কাতার ওপেনের সেমিফাইনালে খেলতে নেমেছিল ভারতের সানিয়া মির্জা ও স্লোভেনিয়ার আনদ্রেজা ক্লেপাক জুটি। প্রথম সেটে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ৭-৫ গেমে প্রথম সেট জেতে মার্কিন-নেদারল্যান্ডস জুটি। দ্বিতীয় সেটেই ফিরে আসে সানিয়া শিবির। সেই ধাপে প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দেয় ইন্দো-স্লোভেনিয়া জুটি। ৬-২ গেমে ওই সেটের ফয়সলা নির্ধারিত।
ম্যাচের তৃতীয় সেটের ফয়সলা নির্ধারিত হয় টাইব্রেকারের মাধ্যমে। শুরুতে লড়াই চালানো সানিয়া-ক্লেপাক শেষের দিকে আর পেরে উঠতে না পেরে কার্যত হাল ছেড়ে দেয়। ১০-৫ পয়েন্টে সেট জিতে যায় নেদারল্যান্ডসের জেমি শুরস ও আমেরিকার নিকোল মেলিচারের জুটি। হারলেও ম্যাচে পাঁচটি ব্রেক পয়েন্ট হাসিল করে ইন্দো-স্লোভেনিয়া জুটি। ডবল ফল্ট করেন মাত্র তিনটি। তা সত্ত্বেও ম্যাচ জিততে না পারায় আফসোস করছে সানিয়া মির্জা শিবির। তবে কোর্টে কামব্যাক করার পর ভারতীয় তারকার পারফরম্যান্স টেনিস প্রেমীদের মনে ধরেছে।