নয়াদিল্লি : করোনা ভ্যাকসিন নিয়ে আনন্দে আত্মহারা। সেই আনন্দের বহিঃপ্রকাশ রীতিমতো ভাইরাল হল নেট দুনিয়ায়। ভ্যাকসিন নিয়ে দুর্দান্তু ভাংরা নেচে নেটিজেনদের মন জয় করে নিলেন কানাডার শিখ যুবক। বরফ জমা লেকের ওপর দারুণ ভাংরা নাচলেন তিনি।
পেশায় তিনি একজন নৃত্য প্রশিক্ষক। সেই শিখ যুবকের ভাংরা বেশ পছন্দ হয়েছে সোশ্যাল মিডিয়ার বাসিন্দাদের। ট্যুইট করে নিজের এই ভিডিও শেয়ার করেছেন তিনি। গুরদীপ পান্ধের নামের ওই যুবকের এই ট্যুইটের পরে কয়েক হাজার রি-ট্যুইট হয়েছে। ট্যুইট করে পান্ধের জানিয়েছেন গতকালই ভ্যাকসিন পেয়েছেন তিনি। এত খুশি হয়েছেন এই ভ্যাকসিন পেয়ে, যে একটি বরফ জমা লেকের ওপর ভাংরা নেচেছেন তিনি। কানাডা থেকে এই বার্তা তিনি গোটা বিশ্বে ছড়িয়ে দিতে চান। আশা ও বিশ্বাসের এই বার্তা যেন পৃথিবীর প্রতিটি কোনায় পৌঁছয়।
Yesterday evening I received my Covid-19 vaccine. Then I went to a frozen lake to dance Bhangra on it for joy, hope and positivity, which I’m forwarding across Canada and beyond for everyone’s health and wellbeing. pic.twitter.com/8BS0N7zVZK
— Gurdeep Pandher of Yukon (@GurdeepPandher) March 2, 2021
গুরদীপ পান্ধের মডার্ণা করোনা ভ্যাকসিন নিয়েছেন। সেই মুহুর্তকে তিনি শেয়ার করতে চেয়েছেন ঢোলের তালে ভাংরা নেচে। পান্ধেরের এই ভাংরার ভিডিও ২.৭ মিলিয়ন মানুষের ভিউ পেয়েছে, ১১৭ হাজার লাইক পেয়েছে।
এদিকে, আন্তর্জাতিক মঞ্চে করোনা মোকাবিলায় সদর্থক ও উজ্জ্বল ভূমিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। এখনও পর্যন্ত ৪৭টি দেশে (47 countries) ভারতের (India) তৈরি করোনা ভ্যাকসিন পৌঁছেছে। সেই সব দেশের রাষ্ট্রনেতার (World leaders) শুভেচ্ছা ও ধন্যবাদ বার্তা পৌঁছেছে নয়াদিল্লির কাছে। ভারতের পক্ষ থেকে এই দেশগুলিতে ৪.৬ কোটি ভ্যাকসিন ডোজ পৌঁছেছে, যা সম্পূর্ণ ভারতে তৈরি (India sends COVID-19 vaccines)। এর মধ্যে ৭১.২৫ হাজার ডোজ উপহার হিসেবে ও ৩.৯৩ কোটি ডোজের বানিজ্যিক ভাবে পাঠানো হয়েছে বলে খবর।
দেশ জুড়ে ফের চোখ রাঙাচ্ছে করোনা। মহারাষ্ট্র, তামিল নাড়ুর মতো বেশ কয়েকটি রাজ্যে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত নজরে এসেছে। সেই পরিস্থিতির দিকে নজর রেখে নয়া করোনা বিধি জারি করল কেন্দ্র। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে শপিং মল, রেস্তোরা, ধর্মীয় স্থানে এই বিধি অবশ্যই মেনে চলতে হবে। করোনা সংক্রমণ যাতে নতুন করে ছড়িয়ে না পড়ে, সেদিক কড়া নজর রেখেছে কেন্দ্র।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.