শিবসেনার সিদ্ধান্ত
এদিন শিবসেনার তরফে সঞ্জয় রাউত এতটি টুইট করে জানিয়েছেন, যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তাঁরা লড়াই করছেন না। ফলে বাংলার ভোট থেকে নিজেদের তুলে নিল শিবসেনা। এর সঙ্গে সঙ্গেই সঞ্জয় জানিয়েছেন যে , তাঁরা বাংলায় 'আসল বাঘিনী' মমতাকে সমর্থন করতেই এমন সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।
মারাঠাভূম থেকে দিদির জন্য বার্তা
এদিন সঞ্জয় রাউত জানান, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকের পর, সাম্প্রতিক পরিস্থিতি দেখে তাঁদের মনে হয়েছে বাংলায় 'দিদি বনাম সবাই'য়ের লড়াই। টুইটে রাউত লেখেন, 'সমস্ত M, মানি , মাসেল , মিডিয়া' মমতা 'দিদি'র বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। তার সঙ্গেই সঞ্জয় রাউত বলেন, এমন পরিস্থিতিতে মমতার পাশে রয়েছে শিবসেনা। তাই শিবসেনা ,২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে লড়ছে না।
'গর্জন' সম সাফল্যের কামনা
এদিন, শিবসেনার তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের ' গর্জন' সুলভ সাফল্য কামনা করা হয়। তার সঙ্গেই সঞ্জয় রাউত লেখেন, 'আমরা মনে করি তিনি একজন আসল বাঘিনী'।
বাংলার নির্বাচন নিয়ে রাউতের বার্তা
প্রসঙ্গত, বাংলার নির্বাচন নিয়ে সঞ্জয় রাউত বলেন, এটা সম্ভবত শিবসেনার প্রথম নির্বাচন হতে পারত বাংলায়। বাংলায় তাঁরা খুবই কষ্ট করে নিজেরে জমি প্রস্তুত করছিলেন। ৪৫ টি কেন্দ্রে তাঁদের পোক্ত জমি রয়েছে বলেওদাবি করেন রাউত। এর সঙ্গেই তিনি বলেন, এবার মমতার হাত শক্ত করতে তাঁদের পার্টি কর্মীরা ময়দানে নামবেন।