নয়াদিল্লি: ভারতীয় দলের প্রথম সদস্য হিসেবে মঙ্গলবারই করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী৷ আর বুধবার করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিন নিলেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেব৷ ক্যাপ্টেনের আগেই অবশ্য এদিন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেন তাঁর বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য মদনলালও৷

এদিন দিল্লির ফর্টিস হাসপাতালে দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেন কপিল৷ রবি শাস্ত্রী ও মদনলালের পর করোনার বিরুদ্ধে ভ্যাকসিন নিলেন কপিল৷ ভারতে প্রথম দফার টিকাকরণ শুরু হয়েছিল ১৬ জানুয়ারি। আর সোমবার থেকে দেশে শুরু হয়েছে দ্বিতীয় দফার টিকাকরণ। সেদিনই করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির যোদ্ধাদের পর ৬০ বছরের বেশি বয়সি নাগরিকদেরও টিকা দেওয়া শুরু হয়েছে। সোমবার থেকেই তাঁদের প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে৷ পাশাপাশি ‘কো-মর্বিডিটি’ থাকলে ৪৫ বছরের বেশি বয়সিদেরও টিকা দেওয়া শুরু হয়েছে। কীভাবে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে হবে, রবিবারই তার নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্র। সেই মত মঙ্গলবার টিকা দেওয়া হল ৫৮ বছরের শাস্ত্রীকে টিকা দেওয়া হয়৷

বৃহস্পতিবার থেকে আমদাবাদে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্ট৷ তার আগেই করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলে ফেললেন শাস্ত্রী৷ মঙ্গলবারই কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নেন বিরাট কোহলি ও রোহিত শর্মাদের ‘হেডস্যার’৷

এদিন টিক নেওয়ার পর সোশাল মিডিয়ায় ভ্যাকসিন নেওয়ার ছবি পোস্ট করেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ৷ টুইটারে শাস্ত্রী লেখেন, “Got the first dose of COVID-19 vaccine. Thank you to the amazing medical professionals and scientists for empowering India against the pandemic.” পাশাপাশি মেডিক্যাল স্টাফদের ধন্যবাদ জানান ভারতীয় দলের কোচ৷ ধন্যবাদ জানিয়ে শাস্ত্রী লেখেন, ‘amazing medical professionals and scientists for empowering India against the pandemic”.

কপিল, মদনলাল ও শাস্ত্রী তিনজনই ‘৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য৷ কিংবদন্তি কপিল ভারতীয় ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন৷ তাঁর হাত ধরে প্রথম বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেটের নতুন দিগন্ত খুলে গিয়েছে৷ ১৯৭৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত দেশের হয়ে ১৩১টি টেস্ট এবং ২২৫টি ওয়ান ডে খেলেছেন কপিল৷ দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে চারশো উইকেটের মাইলস্টোন ছুঁয়েছিলেন তিনি৷ শুধু তাই নয়, রিচার্ড হ্যাডলির সর্বোচ্চ টেস্ট উইকেটের রেকর্ড ভাঙেন কপিল৷ ওয়ান ডে ক্রিকেটে তাঁর উইকেটের সংখ্যা ২৫৩৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।