কাউন্সিলারদের সঙ্গে বৈঠকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব! আতঙ্ক বাড়ছে শাসকদলের বিধায়কদের

ভোট ঘোষণা হয়ে গিয়েছে। এখন নজর প্রার্থী তালিকার দিকে। তৃণমূল, বিজেপি সমস্ত দলই তাঁদের প্রার্থী তালিকা নিয়ে দফায় দফায় বৈঠক করছেন। কোন কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

আর এই অবস্থায় বৃহস্পতিবার জরুরি বৈঠক তৃণমূল ভবনে। প্রার্থী তালিকা প্রকাশের আগে সংশ্লিষ্ট এয়াকার বিধায়কদের আরও একবার পরীক্ষা করে নিতে চাউছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

কাউন্সিলারদের সঙ্গে হবে এই বৈঠক

প্রার্থী তালিকা প্রকাশের আগে কাউন্সিলারদের সঙ্গে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। কোন এলাকার বিধায়ক বা মন্ত্রীদের পারফরম্যান্স কেমন, তা নিয়ে কাউন্সিলরদের দেওয়া নম্বর অনেকটাই এবার প্রার্থী হওয়ার জন্যে গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট এলাকার বিধায়ক, মন্ত্রীদের কাজের বিষয়ে অনেকটাই অবহিত কাউন্সিলাররা। আর তাই তাঁদের সঙ্গেই বৈঠক করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। তাই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার আগে বৃহস্পতিবার তৃণমূল ভবনে কাউন্সিলারদের নিয়ে বৈঠকে বসছে দলের শীর্ষ নেতৃত্ব।

বৈঠকে থাকবেন ব্লক সভাপতিরাও

ভোটের আগে প্রার্থী ঘোষণার ক্ষেত্রে এই বৈঠক রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কাউন্সিলারদের পাশাপাশি ব্লক সভাপতিদেরও থাকতে বলা হয়েছে। কোন কাউন্সিলর এবং জেলা সভাপতি তাঁর নিজের বিধায়ককে কাজ এবং জনসংযোগের নিরিখে কত নম্বর দিচ্ছেন, সেই মার্কশিটের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করতে চলেছেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর। কাউন্সিলার, ব্লক সভাপতির দেওয়া মতামতের ভিত্তিতেই প্রার্থী তালিকা চূড়ান্ত করতে চান প্রশান্ত কিশোর। ভালো হলেই হবে না! কাউন্সিলারদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এবার প্রার্থী বাচবেন প্রশান্ত কিশোর।

বৈঠকে থাকবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব

খুব শীঘ্রই ভোটের প্রার্থী ঘোষণা হবে। তালিকাও চূড়ান্ত হয়ে গিয়েছে। ২৯৪টি আসনে প্রার্থী ঘোষণা করবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তাঁদের সঙ্গে আরও বিস্তারিত আলোচনা করতে বৃহস্পতিবার তৃণমূল ভবনে কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। জনপ্রতিনিধিদের নিয়ে কাউন্সিলররা কে কী বক্তব্য রাখেন, সেদিকে নজর রাখা হচ্ছে।

কে প্রার্থী হচ্ছেন তা পুরোটাই হচ্ছে গোপনে

তৃণমূলের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। কিন্তু সবটাই হচ্ছে একেবারে গোপনেই। এখনও পর্যন্ত কোনও তৃণমূল নেতাই জানেন না যে তিনি কোথা থেকে লড়াইয়ের সুযোগ পাচ্ছেন কিংবা আদৌ এই বছর আর নির্বাচনী লড়াইয়ে প্রার্থী হচ্ছেন কি না। যা নিয়ে চিন্তার মেঘ ঘনিয়েছে দলের জনপ্রতিনিধিদের কপালে। এর মধ্যে আবার কাউন্সিলরদের সঙ্গে বৈঠক। কে কী রিপোর্ট দেন, তা নিয়ে টেনশন রয়েছে সকলেরই। এই অবস্থায় বৃহস্পতিবার শীর্ষ নেতৃত্বের কাছে কাউন্সিলররা কেমন প্রতিক্রিয়া দেন, তার উপর হয়ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। জেলাগুলির ক্ষেত্রে তৃণমূলের ব্লক সভাপতিদের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে চিন্তায় কার্যত সবাই। তবে এবার খুব সচেতনভাবে প্রার্থী বাছাই করা হচ্ছে। গত কয়েকমাস ধরে বিভিন্ন আসনে সমীক্ষা চালিয়ে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে চলেছেন প্রশান্ত কিশোর।

More WEST BENGAL ASSEMBLY ELECTION 2021 News